West Bengal Weather Update I Cyclone Mocha: রবিবার দুপুরেই ধেয়ে আসছে মোকা! কলকাতা ও জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া? বড় বদল!
- Published by:Teesta Barman
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Weather Update I Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোকা শক্তি বাড়িয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। রবিবার ভোর রাতে এর গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ২৪০ কিলোমিটার। ঘূর্ণিঝড় মোকা উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
advertisement
1/10

আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। কাল থেকে তাপপ্রবাহ শুরু। আজ উপকূলে মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আংশিক মেঘলা আকাশ বাকি জেলায়। আগামিকাল থেকে ফের তাপপ্রবাহের সম্ভাবনা।
advertisement
2/10
ঘূর্ণিঝড় মোকা শক্তি বাড়িয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। রবিবার ভোর রাতে এর গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ২৪০ কিলোমিটার। ঘূর্ণিঝড় মোকা উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
advertisement
3/10
চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ১৪ মে, রবিবার দুপুরে মায়ানমারের সিতওয়ে বন্দরের কাছাকাছি এটি ল্যান্ডফল করবে। সেই সময় এটি চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে থাকবে। গতিবেগ ২১০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। বাংলাদেশের কক্সবাজার. মহেশখালী, টেকনাফ, সেন্ট মার্টিনস দ্বীপ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
advertisement
4/10
পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের জন্য শুধুমাত্র সতর্কবার্তা রয়েছে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
advertisement
5/10
আজ উপকূলে মেঘলা আকাশ, হালকা বাতাস এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলায়। সোমবার থেকে একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। পশ্চিমের জেলাগুলিতে ফের তাপপ্রবাহ এবং উপকূল ও পূর্ব দিকের জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
6/10
সোমবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদে।
advertisement
7/10
মঙ্গলবার তাপপ্রবাহ আরও কিছুটা বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে। এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, এবং মুর্শিদাবাদ জেলাতে।
advertisement
8/10
উত্তরবঙ্গের সব জেলাতেই সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং জেলাতে হালকা বৃষ্টি। বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার থেকে। মালদহ ও দুই দিনাজপুরেও বৃষ্টি হবে।
advertisement
9/10
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা সামান্য কমলেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। কাল থেকে তাপমাত্রা আবার বাড়বে।
advertisement
10/10
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫০ থেকে ৮৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে কলকাতা শহরে ২৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।