TRENDING:

সাবধান! রাজ্যজুড়ে গভীর নিম্নচাপ, কপালে বড় দুর্যোগের আশঙ্কা! ভাসবে জেলার পর জেলা

Last Updated:
উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে। সমুদ্রের ভেতরে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
1/8
সাবধান! রাজ্যজুড়ে গভীর নিম্নচাপ, কপালে বড় দুর্যোগ-আশঙ্কা! ভাসবে জেলার পর জেলা
রবিবার অতিভারী বৃষ্টির সর্তকতা রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলে বইবে ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। পর্যটকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ রয়েছে। (তথ্য-- বিশ্বজিৎ সাহা)
advertisement
2/8
রবিবার কলকাতায় মূলত মেঘলা আকাশ। কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টি হয়েছে সকালে। দুপুরের পর থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। আগামী ২৪ ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। (তথ্য-- বিশ্বজিৎ সাহা)
advertisement
3/8
বঙ্গোপসাগরে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ১২ ঘন্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে শক্তিশালী এই নিম্নচাপ ক্রমশ স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ওড়িশা ও বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। (তথ্য-- বিশ্বজিৎ সাহা)
advertisement
4/8
উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে। সমুদ্রের ভেতরে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। এর প্রভাবে মৎস্যজীবীদের ক্ষতি হওয়ার আশঙ্কা। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা আবহাওয়া দফতরের। (তথ্য-- বিশ্বজিৎ সাহা)
advertisement
5/8
পর্যটকদের জন্য সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া দফতরের। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের সমস্ত সমুদ্র উপকূলে সমুদ্র তীরবর্তী বিনোদনমূলক কাজকর্ম বন্ধ রাখার পরামর্শ। মঙ্গলবার পর্যন্ত দিঘা, মন্দারমণি ও সাগর সৈকতে পর্যটকদের সমুদ্রে স্নানে নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়েছে। (তথ্য-- বিশ্বজিৎ সাহা)
advertisement
6/8
নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত। মঙ্গলবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলার কিছু অংশে। ভারী বৃষ্টি অর্থাৎ ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সর্তকতা কলকাতা হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম নদিয়া জেলায়। (তথ্য-- বিশ্বজিৎ সাহা)
advertisement
7/8
সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায়। (তথ্য-- বিশ্বজিৎ সাহা)
advertisement
8/8
মঙ্গলবারেও ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি অর্থাৎ ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব বর্ধমান এবং পশ্চিমের জেলাতে। (তথ্য-- বিশ্বজিৎ সাহা)
বাংলা খবর/ছবি/কলকাতা/
সাবধান! রাজ্যজুড়ে গভীর নিম্নচাপ, কপালে বড় দুর্যোগের আশঙ্কা! ভাসবে জেলার পর জেলা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল