West Bengal Weather Update: প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস এই রাজ্যগুলিতে! কেমন থাকবে বাংলার আবহাওয়া? জানাল IMD...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Weather Update: জমিয়ে শীতের আমেজ দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া রাজ্যে। আগামী সপ্তাহে শীত কড়া নাড়বে দরজায়।
advertisement
1/9

আগামী সপ্তাহেই শীত আসছে রাজ্যে। আবহাওয়া দফতর জানাচ্ছে পরিস্থিতি অনুকূল হওয়ায় এমনটাই অনুমান করা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে শনিবার থেকে পারদ নামবে রাজ্যে। আগামী সপ্তাহে অবাধ উত্তুরে হাওয়া বইবে। দরজায় কড়া নাড়বে শীত।
advertisement
2/9
কলকাতায় ১৯ ডিগ্রির নীচে নেমে গিয়েছে পারদ। যদিও আজ সকালের দিকে আংশিক মেঘলা ছিল আকাশ। সকালে হালকা কুয়াশা। শনিবার থেকে নামবে পারদ। আগামী সপ্তাহে কলকাতার পারদ পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে।
advertisement
3/9
আজ সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫.৪ মিলিমিটার।
advertisement
4/9
দক্ষিণবঙ্গে আজ ছিল পরিষ্কার আকাশ। উপকূলের জেলাগুলিতে সকালে আংশিক মেঘলা আকাশ। শনিবার থেকে পরিষ্কার হবে আকাশ। নামবে কলকাতার তাপমাত্রা। জমিয়ে শীতের আমেজ দেখা যাবে দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া রাজ্যে।আগামী সপ্তাহে শীত কড়া নাড়বে দরজায়। পরিস্থিতি অনুকূল থাকায় এমনটাই অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
5/9
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি জেলায় শীতের আমেজ ক্রমশ বাড়বে। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিন তাপমাত্রার তারতম্যে জলীয়বাষ্প থাকায় কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি।ঘূর্ণাবর্তের থেকে অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা রুপোর দিয়ে এই অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি বাংলায়।
advertisement
6/9
আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ মুজাফফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশের কিছু অংশে। হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড লাদাখ জম্মু-কাশ্মীর এ তুষারপাতের সম্ভাবনা।
advertisement
7/9
হালকা বৃষ্টিও ঘন কুয়াশা হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশে। আগামী কয়েকদিন তাপমাত্রা কমবে উত্তর-পশ্চিম ভারতের মধ্য ভারত এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
advertisement
8/9
একটি পূবালী অক্ষরেখা রয়েছে শ্রীলংকা থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অন্ধ্র উপকূল পর্যন্ত। এর প্রভাবে আগামী রবিবার থেকে তিন চারদিন বৃষ্টির সম্ভাবনা অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ু উপকূলে। বৃষ্টি হবে ইয়ানাম, রয়ালসীমা পন্ডিচেরি, করাইকাল কেরালা কর্ণাটক ও তেলেঙ্গানা এলাকায়।
advertisement
9/9
আগামী দু-তিনদিন কুয়াশা থাকবে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর-পূর্ব ভারতে। কুয়াশা হবে এ রাজ্যের উত্তর ও দক্ষিণ বঙ্গের কিছু এলাকায়।