West Bengal Weather Update: জারি অরেঞ্জ অ্যালার্ট, তোলপাড় বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা, ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গেও তুলকালাম
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: অরেঞ্জ অ্যালার্টে জেলায় জেলায় প্রবল বৃষ্টি. নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখায় তোলপাড়৷
advertisement
1/12

হিমালয় পার্বত্য অঞ্চলের পশ্চিমবঙ্গ সহ বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মৌসম বিভাগ নিজেদের ওয়েদার আপডেটে জানিয়েছে এছাড়াও, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে, বিদর্ভ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে ভারী থেকে খুব ভারী বৃষ্টির সঙ্গে কখনও ইতঃস্তত-বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
advertisement
2/12
উত্তরবঙ্গে ইতিমধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ইতঃস্তত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ ৪৮ ঘণ্টার মধ্যে ফের একবার ভোলবদল হবে৷ বৃষ্টি বাড়বে গোটা রাজ্যে।
advertisement
3/12
ইতিমধ্যেই উত্তরবঙ্গে অতি বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা।
advertisement
4/12
কলকাতা ওয়েদার আপডেটে আজ সোমবার দিনের বিভিন্ন সময়ে ইতঃস্তত , বিক্ষিপ্ত , বজ্র-বিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ৷ আবহাওয়ার ভাষায় যা ভয়ঙ্কর, খারাপভাবে আর্দ্র-র ক্যাটাগরিতে পড়ে৷
advertisement
5/12
অ্যাকুওয়েদারের কলকাতা ওয়েদার আপডেট অনুযায়ি সর্বোচচ ৩৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে৷ পাশাপাশি অত্যধিক আপেক্ষিক আর্দ্রতার জেরে ফিল লাইক তাপমাত্রা হতে পারে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত৷
advertisement
6/12
নিম্নচাপটি মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ সরে যাচ্ছে। পাশাপাশি সক্রিয় মৌসুমী অক্ষরেখা যেটি বিস্তৃত রয়েছে তা এই আজ থেকে উত্তরের দিকে সরবে।
advertisement
7/12
একইসঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় ধ্বস নামতে পারে।
advertisement
8/12
সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি জারি থাকবে৷
advertisement
9/12
মঙ্গলবার ২২ তারিখ থেরে বৃষ্টি আরও বৃদ্ধি পাবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা।
advertisement
10/12
বুধবার ২৩ অগাস্ট অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
advertisement
11/12
এই বুধবার থেকে বাকি গোটা সপ্তাহেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে৷ মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজবে৷ পাশাপাশি ইতঃস্তত,বিক্ষিপ্ত , বজ্র-বিদ্যুৎ- সহ ভারী বৃষ্টিপাতও হতে পারে৷
advertisement
12/12
আইএমডি-র ওয়েদার আপডেট অনুসারে ২৪ তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ২৩-২৪ তারিখ ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে৷