West Bengal Weather Update: তীব্র গরমে কাহিল? বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে! কলকাতায় বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস আবহাওয়া দফতরের?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
রাজ্যের আবহাওয়ার হালহকিকত নিয়ে কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? (West Bengal Weather Update)
advertisement
1/7

পয়লা বৈশাখের আগে থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে গরমের প্রকোপ। আর পয়লা দিনেও সেই তীব্র গরমেই ক্লান্তি এল দক্ষিণবঙ্গে। তবে কোনও কোনও জেলায় বৃষ্টি হয়েছে, পরিস্থিতি খানিকটা উন্নত। রাজ্যের আবহাওয়ার হালহকিকত নিয়ে কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? (বিশ্বজিৎ সাহা) (West Bengal Weather Update)
advertisement
2/7
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের পশ্চিমের পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে প্রায় লু বইছে।
advertisement
3/7
গতকাল বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা মরসুমের সবচেয়ে বেশি ছিল। গতকাল বাকুড়ায় ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। পানাগরে ৪৩.১ ডিগ্রি সেলসিয়াস এবং আসানসোলে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পয়লা বৈশাখের তাপমাত্রা।
advertisement
4/7
তবে আশার খবর, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হওয়ার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
advertisement
5/7
নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী ৪৮ ঘণ্টায়। ১৬ এপ্রিল কলকাতায় আকাশ মূলত মেঘলা রয়েছে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৭.৯, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
advertisement
6/7
তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলে আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে দক্ষিণবঙ্গে।
advertisement
7/7
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা কম হলেও মঙ্গলবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।