TRENDING:

West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ ! আগামী কয়েকদিনে রাজ্যে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা

Last Updated:
চলতি মাসের শুরু থেকেই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছিল শীতের আমেজ। ভোরের দিকে স্বাভাবিকের থেকে বেশ নীচেই থাকছিল পারদ। সঙ্গে দোসর ছিল কুয়াশার চাদর। তবে এ বার ফের ভাটা পড়ল তাতে।
advertisement
1/5
বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ ! আগামী কয়েকদিনে রাজ্যে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা
টানা ৬ দিন স্বাভাবিকের নীচে থাকার পর গতকাল, বুধবার কলকাতায় দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়াল। উঠল স্বাভাবিকের সামান্য উপরে। টানা ৭ দিন স্বাভাবিকের নীচে থাকার পর আজ, বৃহস্পতিবার রাতে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরে পৌঁছাবে। যেটা এই সময়ের স্বাভাবিক। পারদের জোড়া উত্থানে কলকাতা-সহ প্রায় গোটা রাজ্যে শীতের আমেজ অনেকটাই গায়েব হবে। উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা বাদে বাকি সমগ্র উত্তরবঙ্গ, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, পশ্চিমাঞ্চল এবং উপকূলের জেলায় রবিবার পর্যন্ত উপরের দিকে ওঠার প্রবণতা লক্ষ্য করা যাবে পারদের।
advertisement
2/5
চলতি মাসের শুরু থেকেই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছিল শীতের আমেজ। ভোরের দিকে স্বাভাবিকের থেকে বেশ নীচেই থাকছিল পারদ। সঙ্গে দোসর ছিল কুয়াশার চাদর। তবে এ বার ফের ভাটা পড়ল তাতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। যার জেরে আগামী কয়েক দিনে বেশ খানিকটা বেড়ে যাবে রাতের তাপমাত্রা। আলিপুর জানিয়েছে, শ্রীলঙ্কা সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে। মঙ্গলবার তা ভারতের দক্ষিণ উপকূলে পৌঁছেছে। এ ছাড়া, সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৬ কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে এগোবে। এ ছাড়া, শনিবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
3/5
পরবর্তী ৪৮ ঘণ্টায় তা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা। এর জেরে আপাতত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্র তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর। তার পরের কয়েক দিনেও তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে শুক্র ও শনিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে।
advertisement
4/5
সোম ও মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরের নতুন সিস্টেমের জেরে বাতাসে আরও বৃদ্ধি পাবে জলীয় বাষ্পের পরিমাণ। আগামী বুধবার থেকে আকাশ মেঘলা হবে। উপকূল এবং লাগোয়া কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। নভেম্বরে আর জাঁকিয়ে শীত অথবা রাতে - ভোরে শীতের আমেজ ফেরার সম্ভাবনা কম থাকবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর শীত ফিরতে চলেছে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। অন্ততঃ বড়দিনের আগে পর্যন্ত থাকতে পারে সেই শীতের মেয়াদ।
advertisement
5/5
উত্তরবঙ্গের উপরের দিকের ৩ জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলায় আগামী সোমবার, ২৪ তারিখ তাপমাত্রা কিছুটা নামতে পারে। যার মেয়াদ থাকতে পারে আগামী বুধবার পর্যন্ত।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ ! আগামী কয়েকদিনে রাজ্যে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল