West Bengal Weather Update: প্রবল গতিতে ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি! নিম্নচাপ শক্তি বাড়াতেই বড় আপডেট আবহাওয়ার! যা হতে চলেছে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ১০ অগাস্ট, বুধবার ভারী বৃষ্টির হতে পারে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে।
advertisement
1/10

বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হয়ে ওড়িশা উপকূলের নিম্নচাপ এবার ঘুরে যাচ্ছে ছত্তীসগঢ়ের দিকে। এর ফলে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। এমনটাই জানিয়েছে আবহাওয়ার লেটেস্ট আপডেট।
advertisement
2/10
সোমবার থেকেই দক্ষিণে দুর্যোগের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বলা হয়, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয় বৃষ্টিপাত। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া।
advertisement
3/10
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ভুবনেশ্বর থেকে ৭০ কিমি. উত্তর এবং উত্তর-পশ্চিমে রয়েছে গভীর নিম্নচাপ। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ছত্তীসগঢ়ের দিকে। বুধবার তা শক্তিক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হবে।
advertisement
4/10
নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ১০ অগাস্ট, বুধবার ভারী বৃষ্টির হতে পারে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে।
advertisement
5/10
আগামিকাল ১১ অগস্ট, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের আশঙ্কা, টানা ভারী বৃষ্টি সবজি চাষে ক্ষতি করতে পারে। বৃষ্টির সঙ্গে জেলায় জেলায় জোরে হাওয়া বইতে পারে। মূলত বৃহস্পতিবার পর্যন্ত এই নিম্নচাপের দাপট থাকবে।
advertisement
6/10
এদিকে মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্যে বর্ষা অব্যাহত রয়েছে। মৌসম বিভাগের পূর্বাভাস অনুসারে ওড়িশার উপকূলীয় অঞ্চল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সংলগ্ন অংশে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। সম্পর্কিত ঘূর্ণিঝড় সঞ্চালন গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
advertisement
7/10
মৌসুমী ট্রফ এখন নালিয়া, আহমেদাবাদ, ইন্দোর, জবলপুর, পেন্দ্রা রোড, নিম্নচাপের কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রম করছে এবং তারপর উত্তর আন্দামান সাগরের দিকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
advertisement
8/10
স্কাইমেট ওয়েদার টিমের মতে, আগামী কয়েকদিন দিল্লিতে মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন ঝাড়খণ্ডের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কারণে আগামী দুই থেকে তিনদিন ওড়িশা ও প্রতিবেশী পশ্চিমবঙ্গে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
9/10
পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে, গুজরাত, কঙ্কন এবং গোয়া, মধ্য মহারাষ্ট্রের কিছু অংশ, দক্ষিণ-পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ওড়িশায় বিচ্ছিন্ন ভারী বর্ষণ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণ ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, মারাঠওয়াড়া এবং কর্ণাটকে এক বা দুটি ভারী স্পেলের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
advertisement
10/10
উত্তর-পূর্ব ভারত, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, সিকিম, তেলেঙ্গানার অবশিষ্ট অংশ, মধ্য মহারাষ্ট্র, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ড, তামিলনাড়ু, অভ্যন্তরীণ কর্ণাটক, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, গিলগিট-বালতিস্তান, মুজাফফরাবাদ এবং লাদাখের অবশিষ্ট অংশে হালকা বৃষ্টি হতে পারে। রাজস্থান, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা এবং বিহারের বাকি অংশে এক বা দুই জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।