West Bengal Weather Update: তাপমাত্রা সামান্য বাড়ল রাজ্যে, কুয়াশার সতর্কতা সর্বত্র, জাঁকিয়ে শীত কবে?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
সোমবার কলকাতায় এক ধাক্কায় স্বাভাবিকের উপরে উঠে গিয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা। রাজ্যের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন উত্তর বা দক্ষিণবঙ্গে তাপমাত্রায় খুব বেশি হেরফেরের সম্ভাবনা নেই। রাজ্যের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে।
advertisement
1/8

আগামী ৫-৭ দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আজ, মঙ্গলবার ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা এক/দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলা সামান্য কমবে অনুভূতি।
advertisement
2/8
সোমবার কলকাতায় এক ধাক্কায় স্বাভাবিকের উপরে উঠে গিয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা। রাজ্যের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন উত্তর বা দক্ষিণবঙ্গে তাপমাত্রায় খুব বেশি হেরফেরের সম্ভাবনা নেই। রাজ্যের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। তবে উত্তর ও দক্ষিণের প্রায় সব জেলায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর ফলে দৃশ্যমানতা কমতে পারে।
advertisement
3/8
দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/8
আজ, মঙ্গলবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকলেও আগামিকাল, বুধবার থেকে কুয়াশার সম্ভাবনা কমবে। পশ্চিমের ও উপকূল সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি। দু-এক জায়গায় দৃশ্যমানতা সামান্য কমবে। তবে ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই। সাত দিন উত্তুরে হাওয়ায় শীতের আমেজ থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
5/8
উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা হতে পারে অন্তত চার জেলাতে। দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় আগামী কয়েক দিন মাঝারি কুয়াশা দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং ছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে।
advertisement
6/8
উত্তরবঙ্গের দার্জিলিঙে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। পার্বত্য এলাকায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। উপরের পাঁচ জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা। উত্তরবঙ্গের নীচের দিকের জেলা মালদহ-সহ সংলগ্ন এলাকাতে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। তাপমাত্রার খুব বেশি তারতম্য হবে না আগামী পাঁচ থেকে সাত দিনে।
advertisement
7/8
কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে ৷ কলকাতায় দিনের তাপমাত্রা বাড়ল। কলকাতায় আজ, মঙ্গলবার ফের ১৫ ডিগ্রির ঘরে পারদ। সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় তারতম্য নেই আগামী কয়েকদিনে। মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা এবং ধোঁয়াশা। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যা শীতের আমেজ। দিনেও শীতের অনুভূতি কমবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও সামান্য উপরে রয়েছে।
advertisement
8/8
কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।