TRENDING:

West Bengal Weather Update: আবহাওয়ার চরম 'ভোলবদল' বঙ্গে শুক্রবার থেকেই! বড়দিনের আগেই কী হতে চলেছে কলকাতায়? হাওয়া অফিসের বড় আপডেট

Last Updated:
West Bengal Weather Update: কলকাতায় উষ্ণতার ছোঁয়া বড়দিনে? আগামী দুদিন ঘন কুয়াশার সতর্কতা তিন জেলায়। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা সব জেলাতেই।
advertisement
1/12
আবহাওয়ার চরম 'ভোলবদল' শুক্রবার! বড়দিনের আগেই কী হতে চলেছে কলকাতায়? বড় আপডেট
আর দিন পাঁচেকেই বাঙালি মেতে উঠবে শীতকালীন উৎসবের আমেজে! সারা বছরই প্রায় গরম সহ্য করা বাঙালি এই শীতেই একটু হাফ ছেড়ে বাঁচেন। কিন্তু কী হবে যদি শীতের এই উৎসবের মরশুমেও তীব্র গরমে নাজেহাল হাল হয়? অন্তত সেই ইঙ্গিতই আরও একবার স্পষ্ট জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/12
জানা যাচ্ছে ঠান্ডার কনকনে ভাব নয়, হিমেল হাওয়ার পরশে রোদ পোহানো নয়, বড়দিনে এবার রীতিমতো ঘামতে হবে কলকাতাবাসীদের। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বড়দিনের কাছাকাছি ২০ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। আগামী ৪/৫ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আগামী দুদিন ঘন কুয়াশার আচ্ছাদনে ঢাকা পড়তে চলেছে তিন জেলা, মালদা ও দুই দিনাজপুর।
advertisement
3/12
রবি-সোমবারের মধ্যে ১৯-২০ ডিগ্রিতে চড়তে পারে কলকাতার পারদ। কলকাতায় উষ্ণতার ছোঁয়া বড়দিনে। স্বাভাবিকের উপরে দিন ও রাতের তাপমাত্রায় কার্যত শীতের আমেজ উধাও হবে সপ্তাহান্তে।
advertisement
4/12
আগামী দুদিন ঘন কুয়াশার সতর্কতা মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা সব জেলাতেই।
advertisement
5/12
দক্ষিণবঙ্গের উপকূলের জেলা-সহ বেশ কিছু জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। বেলায় পরিষ্কার আকাশ। সপ্তাহন্তের দিকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।
advertisement
6/12
আগামী পাঁচ দিন মূলত পরিষ্কার আকাশ বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে। শুক্রবারেই হতে চলেছে হাওয়া বদল। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাষ্প ঢুকবে ওই দিন থেকে। ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তাপমাত্রা ক্রমশ বাড়বে।
advertisement
7/12
বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত সিভিয়ার কোল্ড ওয়েভ চলবে পঞ্জাবে। আগামী কয়েক দিন শৈত্য প্রবাহের সতর্কতা হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং উত্তর প্রদেশের কিছু অংশে।
advertisement
8/12
দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তরপ্রদেশ এবং বিহার রাজ্যে ঘন কুয়াশার দাপট থাকবে আগামী দু-তিন দিন।
advertisement
9/12
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন,  আগামী কয়েক দিনের উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের বাকি জেলাতেও কুয়াশা হবে। দক্ষিণবঙ্গে কুয়াশা সকালের দিকে কিছুটা থাকলেও পরে পরিষ্কার আকাশ দেখা যাবে। প্রতিবেদন: বিশ্বজিৎ সাহা, ছবি : প্রতীকী 
advertisement
10/12
আপাতত চার পাঁচ দিন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই তবে শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন শনিবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে আর তার ফলেই রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে।
advertisement
11/12
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তার ফলে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। অন্যদিকে উত্তর পশ্চিমের হাওয়ার গতি কমেছে। এই দুইয়ের প্রভাবে রাজ্যে তাপমাত্রা বাড়বে শুক্রবারের পর থেকে।
advertisement
12/12
বড়দিনে যে ধরনের জাঁকিয়ে শীতের সম্ভাবনা থাকে এ বছর সেই সম্ভাবনা থাকছে না বলেই মনে করছে আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: আবহাওয়ার চরম 'ভোলবদল' বঙ্গে শুক্রবার থেকেই! বড়দিনের আগেই কী হতে চলেছে কলকাতায়? হাওয়া অফিসের বড় আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল