Weather Update: নাগাড়ে বৃষ্টি, উত্তাল সমুদ্র! নিম্নচাপের দাপট কমবে কবে? জেনে নিন লেটেস্ট ওয়েদার আপডেট
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
1/9

উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ রূপে গতকাল বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করেছে এবং বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল বরাবর অবস্থান করছে। বর্তমানে এটি ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ এবং ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে এই নিম্নচাপ৷ শক্তি কিছুটা দুর্বল হয়েছে।
advertisement
2/9
উপকূল সংলগ্ন এলাকায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা বাতাস বইবে। মৎস্যজীবীদের আজ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
3/9
মৌসুমি অক্ষরেখার অবস্থান বদল করবে আগামী ৬ অগাস্ট, রবিবার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা থেকে গোরক্ষপুর, পটনা, শ্রীনিকেতন, ক্যানিং ও সংলগ্ন এলাকার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা।
advertisement
4/9
দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায় হালকা বাতাস বওয়ার পূর্বাভাস।
advertisement
5/9
পশ্চিমের জেলা বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।
advertisement
6/9
হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি। আগামী কয়েক দিন ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে৷ বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে।
advertisement
7/9
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সকালের দিকে মেঘলা আকাশের পরিমাণ বেশি। হালকা মাঝারি কয়েক পশলা বৃষ্টি হতে পারে। হালকা ঝড়ো হাওয়া বইবে শহরে।
advertisement
8/9
কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ৮২.৭ মিলিমিটার।
advertisement
9/9
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও রাজস্থানে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা বিহার ঝাড়খণ্ডে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং সিকিমেও আগামী কয়েকদিন ধরে ভারী বৃষ্টির সম্ভাবনা। কঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট রাজস্থান ভারী বৃষ্টির সম্ভাবনা।