West Bengal Weather Update: শীত কি বিদায় নিল? বঙ্গের আবহাওয়ার বড় আপডেট আলিপুরের! আগামী তিন দিনে যা ঘটতে চলেছে রাজ্যে
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Weather Update: আগামী তিন চার দিনে অন্তত ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা দুটোই বাড়বে।শুক্র ও শনিবার সামান্য কমবে তাপমাত্রা। তাপমাত্রা কমলেও তার স্বাভাবিকের ওপরেই থাকবে অর্থাৎ শীত ফেরার আর সম্ভাবনা নেই।
advertisement
1/8

সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। কাল সামান্য বাড়লেও আগামী তিন চার দিনে অন্তত ৪ ডিগ্রি করে তাপমাত্রা বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে দুটোই।
advertisement
2/8
শুক্র ও শনিবার সামান্য কমবে তাপমাত্রা। তাপমাত্রা কমলেও তার স্বাভাবিকের ওপরেই থাকবে অর্থাৎ শীত ফেরার আর সম্ভাবনা নেই। নতুন করে শীতের স্পেল আর এই মরশুমে আসবে না। তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রিতে নামতে পারে কলকাতায়।
advertisement
3/8
আগামী চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনও সম্ভাবনা নেই শুধুমাত্র উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দার্জিলিং ও কালিম্পং এর কোথাও কোথাও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা ।
advertisement
4/8
কলকাতায় সকালে কুয়াশা পরে পরিষ্কার আকাশ। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ। শীতের স্পেল আগামীকাল পর্যন্ত।
advertisement
5/8
রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। গতকাল এই তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
6/8
উত্তর-পশ্চিম ভারতে আজ রাতেই ডুকছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা। বুধবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে।
advertisement
7/8
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আরও একবার বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে। আজ এবং আগামিকাল উত্তরাখণ্ডেও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় অরুণাচল প্রদেশ ও অসমের উপরিভাগে বৃষ্টি শিলাবৃষ্টির পূর্বাভাস।
advertisement
8/8
শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশ বিদর্ভ এবং ওড়িশার কিছু এলাকায়। ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে আগামী ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টায় কুয়াশার দাপট থাকবে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, অসম, মিজোরাম এবং ত্রিপুরাতে।