TRENDING:

West Bengal Today's Weather Forecast|| দোলের আগে কি রাজ্যে ফের বদলে যাবে আবহাওয়া? রইল হাওয়া অফিসের পূর্বাভাস...

Last Updated:
West Bengal Latest Weather Forecast: আগামী সপ্তাহেই বসন্তোৎসব। দু'বছর করোনা অতিমারীর জেরে কোনও সেভাবে হোলি উপভোগ করতে পারেনি সাধারণ মানুষ। ফলে এ বারে সংক্রমণ একেবারে তলানিতে ঠেকায় কম-বেশি সকলেই অপেক্ষা করে রয়েছেন ওই দু'টি দিনের জন্য।
advertisement
1/7
দোলের আগে কি রাজ্যে ফের বদলে যাবে আবহাওয়া? রইল হাওয়া অফিসের পূর্বাভাস...
*এ দিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,  আরও ৪৮ ঘণ্টা বসন্তের হাওয়া বইবে বঙ্গে (Weather Update)। মেঘমুক্ত আকাশ মনোরম পরিবেশ। সকাল সন্ধ্যায় হালকা শীতের আমেজ। বেলা বাড়লে তাপমাত্রা কিছুটা বাড়বে। জলীয়বাষ্প কম থাকায় অস্বস্তি আপাতত নেই। বৃষ্টির সম্ভাবনাও নেই বললেই চলে। ফাইল ছবি। 
advertisement
2/7
*কলকাতায় মূলত পরিষ্কার আকাশ (Weather Update)। সকাল ও সন্ধ্যায় খুব হালকা শীতের আমেজ। বেলা বাড়লে তাপমাত্রা কিছুটা বাড়বে তবে জলীয়বাষ্প কম থাকায় অস্বস্তি থাকবে না। ফাইল ছবি। 
advertisement
3/7
*উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (Weather Update)। আগামী কয়েকদিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ। কলকাতা ও শহরতলিতে সকাল সন্ধ্যায় হালকা শীতের আমেজ। জেলায় জেলায় শীতের আমেজ কিছুটা বেশি অনুভূত হবে। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে গরম অনুভূত হবে। ফাইল ছবি। 
advertisement
4/7
*পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ায় উত্তর পশ্চিম ভারতে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। আগামী সপ্তাহে ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে। ফাইল ছবি। 
advertisement
5/7
*দক্ষিণ ভারতে বেশ কিছু রাজ্যে বৃষ্টি (Rainfall) চলবে। বৃষ্টি বেশি হবে তামিলনাড়ুতে। ১২ থেকে ১৪ মার্চ আগামী চার পাঁচদিন কেরালা ও মাহে-তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফাইল ছবি। 
advertisement
6/7
*আগামী কয়েকদিন কর্ণাটকের উপকূল অংশও লাক্ষাদ্বীপে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজস্থান, গুজরাত, ওড়িশা, কোঙ্কন, গোয়া এবং কেরলে  আগামী দু'দিন পর থেকে  কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। ফাইল ছবি। 
advertisement
7/7
*দক্ষিণ ভারত সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে বিস্তৃত। এ ছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানের উপর। আগামী সপ্তাহের শুরুর দিকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Today's Weather Forecast|| দোলের আগে কি রাজ্যে ফের বদলে যাবে আবহাওয়া? রইল হাওয়া অফিসের পূর্বাভাস...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল