West Bengal Weather Forecast|| রাত পোহালেই ফের প্রবল দুর্যোগ! বৃষ্টিতে ভাসবে রাজ্যের কোন কোন জেলা? রইল Latest Updates...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Again forecast for next 48 hours in West Bengal: বুধবার সকালে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে। বেলা বাড়তেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যেজুড়ে।
advertisement
1/10

*বৃষ্টি এ বারে আর পিছু ছাড়বে না। সরস্বতী পুজোর আগে বৃষ্টিতে ভেসেছে রাজ্যের একাধিক জেলা। এ আর ফের একবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে। ফাইল ছবি।
advertisement
2/10
*বুধবার উত্তরবঙ্গে ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টির আশঙ্কা। দার্জিলিংয়ের ওপরের অংশে আবারও তুষারপাত অথবা গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
3/10
*আগামিকাল সকালে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে। বেলা বাড়তেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যেজুড়ে। ফাইল ছবি।
advertisement
4/10
*দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলা ও উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি জেলায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
5/10
*উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি চলবে আগামী চার-পাঁচ দিন। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পংয়ের সঙ্গে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারেও বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার উত্তরবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে আসায় বৃষ্টি হবে উত্তরবঙ্গে। ফাইল ছবি।
advertisement
6/10
*পশ্চিমী ঝঞ্ঝা খুব বেশি লোয়ার লেভেলে না নামায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হবে। দার্জিলিংয়ের ওপরের অংশে আবারও তুষারপাত অথবা গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং পূবালি হাওয়ার সংঘাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে রাজ্যে। ফাইল ছবি।
advertisement
7/10
*আজ, মঙ্গলবার রাতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে এলেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। বুধবার থেকে পূবালি হওয়ার প্রভাব বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হওয়ার সংঘাতে আবারও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। ফাইল ছবি।
advertisement
8/10
*আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি নিচে। গতকাল, সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের তুলনায় যা ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৫ থেকে ৯৭ শতাংশ । গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। ফাইল ছবি।
advertisement
9/10
*উত্তরবঙ্গে দার্জিলিংয়ে তুষারপাত অথবা গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনা। দার্জিলিং-এর কিছু এলাকা যেমন সান্দাকাফু, ধোত্রে, ফালুট, চটকপুরের মত জায়গাতে হালকা তুষারপাত ৷ হতে পারে গ্রাউন্ড ফ্রস্ট। দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টি চলবে। ফাইল ছবি।
advertisement
10/10
*বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং এর সঙ্গে উপরের পাঁচ জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে বৃষ্টি চলবে তার পরেও। ফাইল ছবি।