West Bengal Latest Weather Forecast|| ফের দুর্যোগের পূর্বাভাস! রাজ্যের 'এই' জেলাগুলিকে আগাম সতর্ক করল আবহাওয়া দফতর...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
West Bengal Latest Weather Forecast: বঙ্গোপসাগরের ওপরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার জন্য স্থানীয় ভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টি হবে। তবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে।
advertisement
1/10

*ফের দুর্যোগের পূর্বাভাস রাজ্যে। বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা। হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে তাপমাত্রা নতুন করে কমার কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফাইল ছবি।
advertisement
2/10
*বঙ্গোপসাগরের ওপরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার জন্য স্থানীয় ভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টি হবে। তবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। ফাইল ছবি।
advertisement
3/10
*২৪ ফেব্রুয়ারি পশ্চিমের জেলায় আকাশ মেঘলা হবে। মূলত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদ এবং নদিয়াতেও খুব হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/10
*শুক্রবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং কলকাতায়। ফাইল ছবি।
advertisement
5/10
*উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা কম।উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এ বৃষ্টি চলবে। বৃহস্পতিবার সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
6/10
*দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় বৃষ্টির সম্ভাবনা দু’দিন ধরে। শুক্রবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গেও। ফাইল ছবি।
advertisement
7/10
*শুষ্ক আবহাওয়া পরিষ্কার আকাশ থাকবে রাজ্যের বাকি জেলাগুলিতে। বুধবার পর্যন্ত পরিষ্কার আকাশের সম্ভাবনা। তাপমাত্রা নতুন করে নামবে না রাজ্যে। ফাইল ছবি।
advertisement
8/10
*আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন ১৮-১৯ ডিগ্রির মধ্যেই থাকবে তাপমাত্রা। তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা নেই। তবে ভোরে এবং রাতের দিকে ঠান্ডা ভাব অনুভূত হবে, জেলায় আর কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে। ফাইল ছবি।
advertisement
9/10
*বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পর ফের শনিবার থেকে পরিষ্কার আকাশ রাজ্যে। আজ, মঙ্গলবার কলকাতাতে সকালে সামান্য কুয়াশা পরে পরিষ্কার আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। ফাইল ছবি।
advertisement
10/10
*সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ১ ডিগ্রি নীচে, ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৫ থেকে ৯৭ শতাংশ। ফাইল ছবি।