West Bengal Weather: রবিবারের মধ্যেই ব্যাপক বদল বাংলার আবহাওয়ায়! কড়া ঠান্ডায় হাড় কাঁপাবে শিলাবৃষ্টি! ওয়েদার আপডেট...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather: ইতিমধ্যেই বিদায় নিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, তাই আগামী ২-৩ দিন জাঁকিয়ে শীত পড়তে চলছে বাংলায়। এমনটাই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।
advertisement
1/6

এবার কি বাংলায় শীতের শেষ কামড় শুরু? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন বইবে উত্তুরে হাওয়া। নামবে পারদ। রবিবারের মধ্যে ৪ থেকে ৫ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা। শীতের আমেজ এর ছোট্ট স্পেল আরও একবার চলবে রাজ্যে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/6
আবহাওয়ার পূর্বাভাস বলছে, পয়লা ফেব্রুয়ারি থেকে ফের বাড়বে তাপমাত্রা। তবে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং কালিম্পং-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস। বাকি জেলায় সকালে কুয়াশা ও পরে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে রাজ্যের বাকি জেলাগুলিতে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।
advertisement
3/6
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৩° ওপরে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের মধ্যে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে আসবে কলকাতার তাপমাত্রা। এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১০ এর কাছাকাছি নামবে।
advertisement
4/6
ইতিমধ্যেই বিদায় নিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, তাই আগামী ২-৩ দিন জাঁকিয়ে শীত পড়তে চলছে বাংলায়। এমনটাই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। যদিও পারদ নামলেও রাজ্যে এবার আর দীর্ঘস্থায়ী হবে না শীত। দিনকয়েকের মধ্যেই বিদায় নেবে এই মরশুম।
advertisement
5/6
দক্ষিনবঙ্গে আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই ৬ জেলায় সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে।আগামীকাল থেকে আবারও শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী ৩ দিনে তাপমাত্রা কমতে চলেছে প্রায় ৩-৫°। যদিও খুব একটা দীর্ঘস্থায়ী হবে না তা। সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিনবঙ্গের জেলাগুলিতে।
advertisement
6/6
আগামিকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১° সেলসিয়াস। কাল থেকেই উন্নতি হবে আবহাওয়ার। মহানগরীতে ঘটবে পারদ পতন। মেঘাচ্ছন্ন থাকলেও মিলতে পারে রোদের দেখা। দক্ষিণবঙ্গে কলকাতা সহ আরও কিছু জায়গা ধোঁয়াশায় ঢাকা থাকবে সকালবেলা।