West Bengal Weather IMD Update: উধাও শীত, কোথাও ঝমঝমিয়ে- কোথাও হাল্কা ঝড়-বৃষ্টির পূর্বভাস আগামী ২৪ ঘণ্টায়, আবহাওয়ার বড় খবর
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
West Bengal Weather IMD Update: হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডা আর পড়বে না। গত ৪৮ ঘণ্টায় শুধু কলকাতাতেই তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়েছে। তার মানে, ধরেই নেওয়া যায় এবছরের মত ইনিংস শেষ করল শীত।
advertisement
1/6

ব্যাকফুটে শীত। বৃষ্টির ঝোড়ো ব্যাটিং শুরু রাজ্যে রাজ্যে। বাংলার আবহাওয়ায় হঠাৎ বিরাট বদল। কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টির সতর্কতা! আবহাওয়ার বিরাট আপডেট জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/6
বিগত দিনের তুলনায় অনেকখানি পরিবর্তন হয়েছে আবহাওয়ার। শেষ দুদিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে দেখা গিয়েছে দক্ষিণের বিভিন্ন জেলাতে। বৃষ্টির ফলে শীতের দাপট বেশ খানিকটা কমেছে।
advertisement
3/6
সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল! দুপুর গড়াতেই বৃষ্টি শুরু হয় কলকাতায়। গত মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হালকা-মাঝারি বৃষ্টি। ইতিমধ্যেই, আগামী ৪দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
4/6
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডা আর পড়বে না। গত ৪৮ ঘণ্টায় শুধু কলকাতাতেই তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়েছে। তার মানে, ধরেই নেওয়া যায় এবছরের মত ইনিংস শেষ করল শীত।
advertisement
5/6
বৃষ্টির জন্য আলিপুর আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করা হয়েছে। দুই ২৪ পরগনার পাশাপাশি, নদিয়া জেলায় শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি হালকা বৃষ্টিতে হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলা।
advertisement
6/6
বঙ্গোপসাগরের উপর একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। আর সেখান থেকেই বঙ্গোপসাগরের জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশ করেছে। যার ফলেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে।