West Bengal Weather Forecast: পশ্চিমীঝঞ্ঝা, ঘূর্ণাবর্ত দেশে! পৌষ সংক্রান্তিতে আবহাওয়ার ভোলবদল, বাড়বে উত্তুরে হাওয়ার দাপট
- Published by:Teesta Barman
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Weather Forecast: কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা।
advertisement
1/14

ঘন কুয়াশার দাপট উত্তরপূর্ব ভারতে। তাপমাত্রা কমবে পূর্ব ভারত ও মধ্য ভারতে। গ্রাউন্ড-ফ্রস্ট উত্তরাখন্ডে। উত্তর-পশ্চিম ভারতে শীতল দিনের পরিস্থিতি ক্রমশ কমবে।
advertisement
2/14
আগামী দু’দিন ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের চার জেলায় কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী ৪৮ ঘণ্টায়। সিকিমে তুষারপাতের সম্ভাবনা।
advertisement
3/14
পৌষ সংক্রান্তিতে তাপমাত্রা কমতে পারে বেশ কিছুটা। কলকাতার তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। বৃহস্পতিবারের পর আবহাওয়ার পরিবর্তন। সপ্তাহের শেষে ক্রমশ নামবে পারদ। শুক্র ও শনিবারে দু’তিন ডিগ্রি তাপমাত্রা নেমে যেতে পারে।
advertisement
4/14
ঘূর্ণাবর্ত রয়েছে একটি দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং পূর্ব মধ্য আরবসাগরে। শ্রীলঙ্কা থেকে তামিলনাডু অক্ষরেখা। পশ্চিমীঝঞ্ঝার প্রভাব রয়েছে উত্তর-পশ্চিম ভারতে।
advertisement
5/14
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা নামার সম্ভাবনা। সপ্তাহের শেষ দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শুক্র ও শনিবারে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে অনুমান।
advertisement
6/14
আসতে পারে শীতের নতুন স্পেল। ৪-৫ দিনের স্পেল হওয়ার সম্ভাবনা। ডিসেম্বরে দশ দিনের স্পেল ছিল। আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে।
advertisement
7/14
ঘন কুয়াশার সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বুধ ও বৃহস্পতিবার ঘন কুয়াশার সতর্কতা খুব সকালে। হালকা থেকে মাঝারি কুয়াশা খুব সকালে। বিহার সংলগ্ন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা।
advertisement
8/14
সকালে কুয়াশা দিনভর আংশিক মেঘলা আকাশ অথবা মেঘলা আকাশে শীতল দিনের মতো পরিস্থিতি কয়েক জেলায়। পূবালী হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।
advertisement
9/14
কোথাও সকালে কুয়াশা পরে পরিষ্কার আকাশ। আগামী ২৪ ঘণ্টায় একই রকম থাকবে তাপমাত্রা। বৃষ্টির সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহে।
advertisement
10/14
উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায়। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।
advertisement
11/14
বিহার ও ঝাড়খান্ড সংলগ্ন উত্তরবঙ্গের ২-১ জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। সপ্তাহের শেষ দিকে পারা পতনের সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার নাগাদ এই পশ্চিমী ঝঞ্ঝা পাস হওয়ার সময়ে আবহাওয়ার পরিবর্তন। ঝঞ্ঝা পাস হওয়ার পরেই আসতে পারে শীতের আরও একটা স্পেল।
advertisement
12/14
কলকাতায় সকালে হালকা মাঝারি কুয়াশা। বেলায় মূলত পরিষ্কার আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণেই সকালে কুয়াশার সম্ভাবনা। পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
13/14
পারদ ক্রমশ নামবে। সপ্তাহান্তে ফের ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। আগামী দুই তিন দিন একই রকম থাকবে তাপমাত্রা। শুক্রবার থেকে উত্তুরে হাওয়ার দাপট বাড়বে।
advertisement
14/14
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৮ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৫ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস।