West Bengal Weather Forecast: ৪৮ ঘণ্টায় আবহাওয়ার আমূল ভোলবদল! ঠান্ডা কি জাঁকিয়ে বসবে? কলকাতা-সহ জেলায় জরুরি ওয়েদার আপডেট
- Published by:Teesta Barman
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Weather Forecast: আরও বাড়ল কলকাতার তাপমাত্রা। সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা। পরে আংশিক মেঘলা আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দুই দিনে আরও একটু তাপমাত্রা বাড়বে।
advertisement
1/5

নতুন করে জাঁকিয়ে শীতের স্পেল আগামী সপ্তাহে। আগামী দু-তিন দিনে আরও একটু বাড়বে তাপমাত্রা। বৃহস্পতি শুক্রবার পর্যন্ত একই রকম তাপমাত্রা। সপ্তাহের শেষে ক্রমশ নামবে পারদ। দু-তিন ডিগ্রি তাপমাত্রা নেমে যেতে পারে স্বাভাবিকের থেকে।
advertisement
2/5
জাঁকিয়ে শীতের স্পেল আসছে সপ্তাহের শেষে। রাতের তাপমাত্রা আরও একটু বাড়ল। বাতাসে জলীয় বাষ্প থাকায় সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা প্রায় সব জেলাতেই। উত্তরবঙ্গের দু-এক জেলা এবং বিহার সংলগ্ন জেলাগুলিতে ঘন কুয়াশা হতে পারে।
advertisement
3/5
আরও বাড়ল কলকাতার তাপমাত্রা। সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা। পরে আংশিক মেঘলা আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দুই দিনে আরও একটু তাপমাত্রা বাড়বে।
advertisement
4/5
মঙ্গলবার আবহাওয়ার পরিবর্তন। উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। আগামী সপ্তাহে আরও একবার শীতের স্পেল। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
5/5
গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৯ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস।