ভেজা ঠান্ডায় কাঁপবে বাংলা? ওয়েদারে বড় বদল, বৃষ্টিতে শীতের স্পেল শুরু আর এক দফা!
- Published by:Teesta Barman
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Forecast: বুধবার থেকে শুক্রবারের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তুষারপাত হতে পারে জম্মু-কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে।
advertisement
1/12

দক্ষিণবঙ্গের উপকূলে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট, সঙ্গে শীতল দিনের পরিস্থিতি। আগামীকাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাড়বে তাপমাত্রা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে উধাও হবে শীতের আমেজ।
advertisement
2/12
তাপমাত্রা কিছুটা নামলেও বুধবার থেকে আবার ঊর্ধ্বমুখী পারদ। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে রাজ্যের উপকূলে হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
advertisement
3/12
কলকাতা হাওড়া ও উত্তর ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সকালে হালকা কুয়াশা থাকতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায়। মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে কোথাও ঘন কুয়াশা উপকূলের দু-এক জায়গায়।
advertisement
4/12
উত্তরবঙ্গে সূর্যের দেখা মেলা ভার হবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দিনের তাপমাত্রা অনেকটাই কম থাকবে। আগামী দু-তিন দিন হালকা বৃষ্টি দার্জিলিং কালিম্পং এ। ঘন কুয়াশা উত্তরবঙ্গে। কোচবিহার উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে সবথেকে বেশি কুয়াশা থাকার সম্ভাবনা। সঙ্গে শীতল দিনের পরিস্থিতি বিহার ও সংলগ্ন জেলাগুলিতে। কুয়াশা থাকবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়।
advertisement
5/12
কলকাতায় আজ সকালে হালকা কুয়াশা। আংশিক মেঘলা আকাশ। বুধবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আজ সকালে সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও কাল থেকে তা উধাও হবে।
advertisement
6/12
উত্তর বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় রয়েছে। পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর-পশ্চিম ভারতে। আগামীকাল বুধবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে যেটি আপার লেভেলে থাকবে। ঠিক এর দু-দিন পরেই শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে যেটি লোয়ার লেভেলে নামবে। উত্তর-পশ্চিম ভারতের সমতলে রবিবার থেকে মঙ্গলবারের প্রভাব থাকবে।
advertisement
7/12
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তর-পশ্চিম ভারতে আগামী ৪৮ ঘন্টায় ২ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে আবারও তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। চার ডিগ্রি থেকে ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আচমকাই বেড়ে যেতে পারে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।
advertisement
8/12
পূর্ব ভারতের রাজ্যগুলিতে বুধবার পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে। তাপমাত্রা কমতে পারে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। গুজরাটে আগামী ২৪ ঘন্টা পর থেকে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
9/12
বুধবার থেকে শুক্রবারের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তুষারপাত হতে পারে জম্মু-কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। শুক্রবার থেকে পরপর তিন চার দিন বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা থাকবে আরও এক দফায়। হিমালয় সংলগ্ন জম্মু-কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড মোজাফফরাবাদে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা।
advertisement
10/12
বুধবার পর্যন্ত চরম শৈত্য প্রবাহের সতর্কবার্তা রয়েছে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় এবং রাজধানী দিল্লিতে। রাজস্থানে এই চরম শৈত্য প্রবাহ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এছাড়াও শৈত্য প্রবাহ আগামী ৪৮ ঘন্টায় চলবে মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ সৌরাষ্ট্র কচ্ছ এলাকায়। উত্তরপ্রদেশ ও বিহারে শৈত্য প্রবাহ চলবে শুক্রবার পর্যন্ত।
advertisement
11/12
পাঞ্জাব হরিয়ানা রাজস্থান মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশের কিছু এলাকায় গ্রাউন্ড ফ্রস্ট পরিস্থিতি থাকবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা।
advertisement
12/12
ঘন কুয়াশায় মোড়া থাকবে আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গের বেশিরভাগ জেলা। এছাড়াও বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা থাকছে হিমাচল প্রদেশ উত্তরাখন্ড বিহার ওড়িশায়। শুক্রবার পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা থাকছে আসাম মেঘালয় এবং ত্রিপুরাতে। উত্তরবঙ্গ এবং সিকিমে আগামী ২৪ ঘণ্টায় শীতল দিনের পরিস্থিতি থাকবে।