Kolkata Temperature-Rain Alert: কলকাতায় ১১ ডিগ্রি পারদপতন! তীব্র দাবদাহ থেকে রক্ষা করল প্রবল ঝড়জল, কতদিন ধরে চলবে এই স্বস্তির বৃষ্টি? এক নজরে তালিকা
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Kolkata Temperature-Rain Alert: শনিবার থেকে হালকা বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হওয়ায় স্বস্তি পেয়েছে একাধিক জেলা। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত দুই দিনে মোট ১১ ডিগ্রি তাপমাত্রা কমেছে কলকাতায়।
advertisement
1/10

Kolkata Temperature-Rain Alert: চৈত্রের চাঁদিফাটা গরমে নাজেহাল রাজ্যবাসী। প্রায় এক সপ্তাহ ধরে অসহ্য দাবদাহে হাঁসফাঁস করছে মানুষ। তারই মাঝে গত তিনদিন ধরে স্বস্তির বৃষ্টি যেন মুখে হাসি ফুটিয়েছে বঙ্গবাসীর। একাধিক জেলায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
2/10
Kolkata Temperature-Rain Alert: তবে শনিবার থেকে হালকা বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হওয়ায় স্বস্তি পেয়েছে একাধিক জেলা। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত দুই দিনে মোট ১১ ডিগ্রি তাপমাত্রা কমেছে কলকাতায়।
advertisement
3/10
Kolkata Temperature-Rain Alert: শনিবার কলকাতার তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস (সর্বোচ্চ), সোমবার সকালে তা হয়েছে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস (সর্বনিম্ন)। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/10
Kolkata Temperature-Rain Alert: গতকাল কোথায় কত সর্বোচ্চ তাপমাত্রা ছিল দেখুন। কলকাতা আলিপুর- ৩০ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ৫.২ ডিগ্রি কম), কলকাতা দমদম- ৩০.১ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ৫.৫ ডিগ্রি কম), কলকাতা সল্টলেক- ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ৬.২ ডিগ্রি কম)।
advertisement
5/10
Kolkata Temperature-Rain Alert: হাওড়া- ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি), মালদহ- ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশি), বাঁকুড়া- ৩৫ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি কম), কৃষ্ণনগর- ৩৫ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম)।
advertisement
6/10
Kolkata Temperature-Rain Alert: মগরা- ৩৬ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি), বর্ধমান (স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি কম), পানাগড়- ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি), আসানসোল- ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি বেশি)।
advertisement
7/10
Kolkata Temperature-Rain Alert: পুরুলিয়া- ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি), ব্যারাকপুর- ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম), শ্রীনিকেতন- ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম)।
advertisement
8/10
Kolkata Temperature-Rain Alert: ঝাড়গ্রাম- ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম), বোলপুর- ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি কম), মুর্শিদাবাদ- ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি বেশি)।
advertisement
9/10
Kolkata Temperature-Rain Alert: ফের সোমবার দুপুরে বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গেও পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলাকে বিশেষভাবে সতর্ক করেছে নবান্ন। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
advertisement
10/10
Kolkata Temperature-Rain Alert: এই জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। নিচু এলাকাগুলিতে জল জমতে পারে, তাই সতর্কতা। প্রয়োজন না ছাড়া বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। জেলাশাসকদের সতর্ক থাকতে বলেছে নবান্ন।