Rain Forecast in Kolkata: দু’টি পশ্চিমী ঝঞ্ঝার দাপট! ঘনাচ্ছে দুর্যোগ, ঘনঘন বজ্রপাত-বৃষ্টির ঝাপটায় জেরবার হবে ‘এই’ কয়েক জেলা, আবহাওয়ার মেগা খবর
- Published by:Teesta Barman
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Rain Forecast in Kolkata: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি; আশঙ্কা বজ্রপাতের। বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া কয়েক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
advertisement
1/18

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শিলাবৃষ্টি তুষারপাত অরুণাচল প্রদেশে। বৃষ্টি ও তুষারপাত হতে পারে সিকিমে। আসাম মেঘালয়সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। নতুন করে পশ্চিমের ঢুকবে সপ্তাহের শেষে। নতুন করে তুষারপাত বৃষ্টির সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
advertisement
2/18
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি; আশঙ্কা বজ্রপাতের। বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া কয়েক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এক সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
3/18
কলকাতাতেও বৃষ্টি হবে, অনুমান আবহাওয়াবিদদের। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বেলা বাড়লে অস্বস্তি বাড়বে।
advertisement
4/18
একটি পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর-পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা শনিবার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। আসামের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।
advertisement
5/18
দক্ষিণবঙ্গে আজ আংশিক মেঘলা আকাশ। বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ। আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে চার-পাঁচ জেলায় শিলাবৃষ্টি ও দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। শনিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে।
advertisement
6/18
তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। কলকাতায় রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এর উপরে থাকবে। বুধবার ৩২ ডিগ্রি সেলসিয়াস এর ওপরে উঠেছে দিনের তাপমাত্রা যদিও শুক্রবার কিছুটা নামতে পারে দিন ও রাতের তাপমাত্রা।
advertisement
7/18
২২ ফেব্রুয়ারি; বৃহস্পতিবার। কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া।
advertisement
8/18
ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
9/18
২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি; শুক্রবার থেকে রবিবার। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
advertisement
10/18
মূলত পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তে বেশি বৃষ্টির সম্ভাবনা। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
11/18
উত্তরবঙ্গে বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। শুধুমাত্র দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি চলবে।
advertisement
12/18
২২ ফেব্রুয়ারি; বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বিভিন্ন স্থানে। মালদহ, দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগপূর্ণ আবহাওয়া ছয় জেলায়।
advertisement
13/18
এই তিন জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের বাকি জেলাতে।
advertisement
14/18
শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
15/18
শনি ও রবিবার দার্জিলিং ও কালিম্পং-এর কিছু এলাকায় দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
advertisement
16/18
কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বাড়ল। ৩২ ডিগ্রির ঘরে সর্বোচ্চ তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। শীত উধাও। আজ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। উইকেন্ডে শনিবারেও বৃষ্টির সম্ভাবনা কলকাতায়।
advertisement
17/18
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩৯ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৩ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে সামান্য।
advertisement
18/18
ওড়িশা উপকূল-সহ কেরল ও দক্ষিণ ভারতের কিছু অংশে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার শুরু। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির পূর্বাভাস। ২৪ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির স্পেল।