West Bengal Weather Forecast: ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে পুরুলিয়া পাল্লা দিচ্ছে গ্যাংটকের সঙ্গে! শীতের কামড়ে রাজ্য জুড়ে থরহরি কম্প! রইল বড় আপডেট
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
West Bengal Weather Forecast: উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি একে অন্যের সঙ্গে পাল্লা দিচ্ছে সর্বনিম্ন তাপমাত্রার পাল্লায়। শুধু তাই নয়। পড়শি রাজ্য বা দেশের শীতপ্রসিদ্ধ অন্যান্য শহরের সঙ্গেও বাংলার জেলাশহরগুলি টেক্কা দিচ্ছে।
advertisement
1/7

শীতের দাপটে এ বার জবুথুবু উত্তর থেকে দক্ষিণ বাংলা। কনকনে ঠান্ডার দোসর হয়ে এসেছে কুয়াশা এবং বৃষ্টি। কলকাতায় এ বারের শীতকালের অন্যতম বৈশিষ্ট্য দিনে রাতে দু’বেলাই হাড়হিম করা ঠান্ডা।
advertisement
2/7
তাছাড়া এই শীতের মরশুমে সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে উত্তর এবং দক্ষিণ বাংলার বিভিন্ন শহরের মধ্যে বিশেষ পার্থক্য থাকছে না। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি একে অন্যের সঙ্গে পাল্লা দিচ্ছে সর্বনিম্ন তাপমাত্রার পাল্লায়। শুধু তাই নয়। পড়শি রাজ্য বা দেশের শীতপ্রসিদ্ধ অন্যান্য শহরের সঙ্গেও বাংলার জেলাশহরগুলি টেক্কা দিচ্ছে।
advertisement
3/7
পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিকিমের গ্যাংটক। সেখানে তাপমাত্রার পারদ পৌঁছেছে ৫.৬ ডিগ্রি সেলসিয়াসে।
advertisement
4/7
সর্বনিম্ন তাপত্রার দৌড়ে পিছিয়ে নেই বাংলার অন্য শহরগুলিও। খাস কলকাতার শীতলতম দিন গিয়েছে মঙ্গলবার। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সেটা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/7
কলকাতার কাছেই দমদমে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের পশ্চিমাঞ্চলে বাঁকুড়ায় ৮.৪ ডিগ্রি, বীরভূমের শ্রীনিকেতনে ৮ ডিগ্রি, বর্ধমানে ৮.৬ ডিগ্রি, পানাগড়ে ৯.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা।
advertisement
6/7
হাড়হিম করা ঠান্ডায় কাঁপছে নদিয়ার কৃষ্ণনগর। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। ১০-এর নীচে তাপমাত্রা নেমেছে হুগলির মগরাতেও, ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। মালদহের সর্বনিম্ন তাপমাত্রার পারদ পৌঁছেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে।
advertisement
7/7
হাড়কাঁপানো ঠান্ডায় কম্পমান উত্তরবঙ্গ। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা গিয়েছে ৩.৮ ডিগ্রি সেলসিয়াসে। উত্তর বাংলায় ৭.১ ডিগ্রি সেলসিয়াসে কোচবিহার এবং ৭.২ ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে জলপাইগুড়ি।