TRENDING:

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দাস! শীতের শুরুতে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? জানুন পূর্বাভাস

Last Updated:
আমাদের রাজ্য থেকে অনেক দূরে থাকায় সরাসরি এর প্রভাব পড়বে না বাংলায়।
advertisement
1/6
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দাস! শীতের শুরুতে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? জানুন
সিত্রাং-এর পর ঘূর্ণিঝড় মান্দাস। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে বৃহস্পতিবারের মধ্যে। তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকালে ৯০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে উপকূলে। আমাদের রাজ্য থেকে অনেক দূরে থাকায় সরাসরি এর প্রভাব পড়বে না বাংলায়। ছবি ও প্রতিবেদন- বিশ্বজিৎ সাহা
advertisement
2/6
ঘূর্ণিঝড় মান্দাসের নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। মান্দাস-এর আরবি ভাষায় অর্থ হল ভেলা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গেলে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তখন তার নাম হবে মান্দাস।
advertisement
3/6
দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হচ্ছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হবার প্রবল সম্ভাবনা। মঙ্গলবারের মধ্যে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। বুধবারের মধ্যে সেই গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরও শক্তি বাড়াবে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে হবে এর অভিমুখ। এর ফলে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে এটির অভিমুখ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এর দিকে হবে।
advertisement
4/6
আবহবিদরা মনে করছেন, তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে এটি শুক্রবার সকালে আছড়ে পড়তে পারে। এর প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশ উপকূলে। স্থলভাগে প্রবেশ করার সময় এর গতিবেগ প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে বলে অনুমান।
advertisement
5/6
বুধবার রাত থেকেই তামিলনাডু, পুদুচেরি করাইকাল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাব পড়তে শুরু করবে। ভারী বৃষ্টি এমনকী ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। বুধবার ভারী বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার এই দমকা ঝোড়ো হওয়ার পরিমাণ আরও বাড়বে। সকালের দিকে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে।
advertisement
6/6
সেই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ৭০ থেকে ৯০ সর্বোচ্চ ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। শনি- রবিবার পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দাস! শীতের শুরুতে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? জানুন পূর্বাভাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল