TRENDING:

West Bengal Rain Alert | Monsoon 2022: আজও বৃষ্টি বাংলার এই জেলাগুলিতে! দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে কবে? রাজ্যের আবহাওয়ার বড় Update

Last Updated:
West Bengal rain Alert | Monsoon 2022: সাধারণত দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১২ জুন। এই অস্বস্তিকর আবহাওয়া থেকে কবে যে মুক্তি মিলবে সেদিকেই তাকিয়ে দক্ষিণবঙ্গের বাসিন্দারা।
advertisement
1/9
আজও বৃষ্টি এই জেলাগুলিতে! দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে কবে? রাজ্যে আবহাওয়ার বড় Update
গত কয়েকদিনের ভ্যাপসা, অস্বস্তিকর গরমের শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা এবং দক্ষিণবঙ্গ জুড়ে হঠাৎ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে মিলল সাময়িক স্বস্তি। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার যে ৫৮ কিলোমিটার বেগে ঝড় বয়েছে তা মোটেই কালবৈশাখী নয়। এমনকি এই ঝড়-বৃষ্টিতে বর্ষা আগমনের বার্তাও নেই আপাতত।
advertisement
2/9
বর্ষা আসবে সময়ের আগেই এমনটাই শোনা গিয়েছিল মাসখানেক আগে। সেই আশাতে আপাতত ছাই ফেলেছে হাওয়া অফিস! আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই বর্ষার আশা নেই দক্ষিণবঙ্গে।
advertisement
3/9
তবে উত্তরে রয়েছে স্বস্তি! মেঘ-কুয়াশায় এখন ঢাকা শৈলশহর। নির্ধারিত সময়ের চারদিন আগেই উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা। তবে দক্ষিণবঙ্গে এখনই বর্ষার আগমনের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
4/9
গতকাল সারাদিন আকাশের মুখ ভার করা অবস্থা দেখে মনে হয়েছিল হাওয়া অফিসের পূর্বাভাস মিথ্যে করে বর্ষা এল দক্ষিণবঙ্গে। কিন্তু আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির খুব একটা বেশি সম্ভাবনা নেই। যেটুকু সম্ভাবনা থাকছে তা পশ্চিমের জেলাগুলিতে।
advertisement
5/9
বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
advertisement
6/9
এদিকে বর্ষারানী পা রাখার পর থেকেই ভারি ও অতি ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গে প্রবল বারিধারা হয়েই চলেছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে৷
advertisement
7/9
উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর ও মালদার দু-এক জায়গায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
8/9
আবহাওয়া অফিস জানিয়েছে, উষ্ণতা ও আর্দ্রতা একইভাবে আরও কয়েকদিন বজায় থাকবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আগামী ৩-৪ দিন উত্তরের ৫ জেলাতেই বৃষ্টি বাড়বে।
advertisement
9/9
সাধারণত দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১২ জুন। এই অস্বস্তিকর আবহাওয়া থেকে কবে যে মুক্তি মিলবে সেদিকেই তাকিয়ে দক্ষিণবঙ্গের বাসিন্দারা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Rain Alert | Monsoon 2022: আজও বৃষ্টি বাংলার এই জেলাগুলিতে! দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে কবে? রাজ্যের আবহাওয়ার বড় Update
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল