West Bengal Weather Alert: ১০/১২ ডিগ্রিতে থামছে না! ঠান্ডার ধামাকা ইনিংস এবার কলকাতায়! উবুড়-চুবুড় শীতে যা হতে চলেছে আগামী দু'দিনে...
- Published by:Sanjukta Sarkar
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Weather Alert: একাধিক জেলায় রবিবার তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া, বর্ধমান ছাড়া কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা রবিবার পৌঁছেছে ৯ ডিগ্রিতে।
advertisement
1/13

শীত নিয়ে হাহাকার চলছিল বড়দিনে। আর নতুন বছরে পা দিতেই শীতের ধামাকা! আর জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই উবুড়-চুবুড় শীতে জুবুথুবু! অবস্থা কলকাতা থেকে কালিম্পঙ। তাপমাত্রার পারদ রাজ্যের বহু জেলায় নেমে যাচ্ছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। কোথাও পৌঁছেছে ৭ ডিগ্রিতেও।
advertisement
2/13
শুক্রবার কলকাতায় তীব্র ঠান্ডা পড়েছিল। পারদ ছুঁয়েছিল ১০ ডিগ্রি। তার পর থেকে পর পর দু’দিন ১২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আজও ছিল বারো ডিগ্রিরই কাছাকাছি।
advertisement
3/13
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিন স্বাভাবিকের নিচেই থাকবে পারদ। কলকাতায় ১২ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা। আর জেলায় আরও দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে তাপমাত্রা।
advertisement
4/13
কলকাতার সঙ্গে জেলায় জেলায় পারদপতন অব্যাহত। পুরুলিয়ার ঠান্ডা কখনও কখনও হার মানাচ্ছে দার্জিলিংকেও। সমানে সমানে পাল্লা দিচ্ছে বর্ধমান, বাঁকুড়ার ঠান্ডা।
advertisement
5/13
জেলার তাপমাত্রার দিকে চোখ রাখলে দেখা যাবে, রবিবার সবচেয়ে কম তাপমাত্রা দার্জিলিঙে। সেখানে সর্বনিম্ন পারদ নেমেছে ৭.২ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া, বর্ধমানের মতো জেলা।
advertisement
6/13
দার্জিলিঙের কাছে গ্যাংটকের সর্বনিম্ন তাপমাত্রা রবিবার ৮.২ ডিগ্রি সেলসিয়াস। সিকিমের রাজধানী শহরে জাঁকিয়ে শীত উপভোগ করছেন পর্যটকেরা।
advertisement
7/13
একাধিক জেলায় রবিবার তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া, বর্ধমান ছাড়া কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা রবিবার পৌঁছেছে ৯ ডিগ্রিতে।
advertisement
8/13
.মালদহের সর্বনিম্ন তাপমাত্রা রবিবার ছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, জলপাইগুড়িতে ৯.৩ ডিগ্রি, কৃষ্ণনগরে ৯.২ ডিগ্রি, শ্রীনিকেতনে ৯.৩ ডিগ্রি, বাঁকুড়ায় ৯.৮ ডিগ্রি, কলাইকুন্ডায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াসে।
advertisement
9/13
এর পরেই বালুরঘাট। রবিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, কাঁথি এবং কলকাতার উপকণ্ঠে ব্যারাকপুরের তাপমাত্রা রবিবার ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
10/13
এদিকে শীত বাড়তেই বঙ্গবাসীর মনে এখন একটাই প্রশ্ন এমন শীতের স্পেল কমবে কবে? আবহাওয়া দফতর সূত্রে কী জানানো হল আজকের আপডেট? আর কতদিন শীতে কাঁপবেন রাজ্যবাসী?
advertisement
11/13
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে উত্তরবঙ্গে শীতল দিন এবং ঘন কুয়াশার সতর্কতা থাকছে আপাতত। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের শীতল দিনের পরিস্থিতি।
advertisement
12/13
অন্যদিকে, কোচবিহার জলপাইগুড়ি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে থাকছে ঘন কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাতেও মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
13/13
বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে শৈত্য প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে মৌসম বিভাগ। পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে শীতের অনুভূতি জারি থাকবে।