West Bengal SIR List: কলকাতা উত্তর থেকে সবচেয়ে বেশি নাম বাদ, স্ক্যানারে ১ কোটি ভোটার! তবে খসড়া ভোটার তালিকার পরেও মিলেছে আশ্বাস
- Published by:Satabdi Adhikary
Last Updated:
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়নি৷ তিনি জানিয়েছেন, কারওকে যদি শুনানিতে ডাকা হয়, তাহলে তা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই৷ ভোটাররা তাঁদের নথি নিয়ে আসবেন৷
advertisement
1/8

গতকাল, মঙ্গলবার প্রকাশিত হয়েছে খসড়া SIR তালিকা৷ সেই তালিকা অনুযায়ী দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন মানুষের নাম৷ নথি বলছে, এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৪.১৬ লক্ষ৷ যা বাদ যাওয়া নামের তালিকার ৩.১৫ শতাংশ৷ এছাড়া, কেন্দ্র বদল বা অনুপস্থিত ভোটারের সংখ্যা ৩২.৬৫ লক্ষ৷ যা ভোট সংখ্যার ৪.২৬ শতাংশ এবং একাধিক জায়গায় নাম নথিভুকেত থাকার কারণে নাম বাদ গিয়েছে ১.৩৮ লক্ষ ভোটারের৷ যা মোট সংখ্যার ০.১৮ শতাংশ৷
advertisement
2/8
কমিশন সূত্রে জানা গিয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে নাম বাদ যাওয়ার মূল কারণ অনেকে SIR ফর্ম ফেরত দেননি, অর্থাৎ জমা দেননি, অথবা ভোটার মারা গিয়েছেন, বা অন্যত্র চলে গিয়েছেন, অনুপস্থিত অথবা দু’ জায়গায় নাম লিখিয়েছেন৷
advertisement
3/8
শতাংশের হিসাবে সবচেয়ে বেশি মানুষের নাম বাদ গিয়েছে কলকাতা উত্তর কেন্দ্র থেকে৷ খসড়া তালিকায় যেখানে ২৫ শতাংশ ভোটারের নামই বাদ চলে গিয়েছে৷
advertisement
4/8
কেন্দ্রের নিরিখে দেখলে চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র থেকে বাদ গিয়েছে সবচেয়ে বেশি নাম৷ প্রায় ৭৪০০০ নাম বাদ গিয়েছে এই কেন্দ্র থেকে৷ শতাংশের হিসাবে ধরলে জো়ড়াসাঁকো কেন্দ্র থেকে ৩৬ শতাংশ ভোটারের নাম বাদ গিয়েছে৷ যা সর্বাধিক৷
advertisement
5/8
সংখ্যা হিসাবে দেখলে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে বাদ গিয়েছে সবচেয়ে বেশি সংখ্যক ভোটারের নাম৷ সংখ্যাটা ৮ লক্ষ৷ তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা৷ এই জেলা থেকে বাদ গিয়েছে ৭ লক্ষ ভোটারের নাম৷
advertisement
6/8
হাওড়া উত্তরে, ২৬.৯৬ শতাংশ ফর্ম জমা পড়েনি, অন্যত্র স্থায়ীভাবে চলে যাওয়া যার মধ্যে উল্লেখযোগ্য কারণ (১১.৫৭ শতাংশ)।দক্ষিণ কলকাতায়, কলকাতা বন্দর এলাকার ২৬.১৭ শতাংশ ফর্ম গ্রহণ করা যায়নি৷ বালিগঞ্জে ২৫.৫৪ শতাংশ। উভয় নির্বাচনী এলাকায় মৃত্যু, অনুপস্থিত ভোটার এবং স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়ার ঘটনা দেখা গিয়েছে।
advertisement
7/8
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়নি৷ তিনি জানিয়েছেন, কারওকে যদি শুনানিতে ডাকা হয়, তাহলে তা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই৷ ভোটাররা তাঁদের নথি নিয়ে আসবেন, যদি তারপরেও তাঁদের আবেদন প্রত্যাখ্যান করা হয়, তারপরেও তাঁরা আদালতে যেতে পারবেন৷
advertisement
8/8
নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের এক কোটিরও বেশি বাসিন্দাকে চিহ্নিত করেছে যাদের বৈধ ভোটার হিসেবে সম্পূর্ণরূপে নিশ্চিত করা সম্ভব নয়। এই ভোটারদের দেওয়া তথ্যের সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। প্রয়োজনে, তাদের শুনানির জন্য তলব করা যেতে পারে, যে সময় তাদের বিবরণ যাচাই করা হবে। শুনানির পরে যদি কমিশন সন্তুষ্ট না হয়, তাহলে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে।