TRENDING:

SIR খসড়া ভোটার তালিকা...! প্রকাশের আগেই 'চেক' করুন নাম, কোথায় কীভাবে দেখবেন? বাদ গেল কত নাম? দেখুন পূর্ণাঙ্গ তালিকা!

Last Updated:
West Bengal SIR Draft List 2025: এসআইআর-এর খসড়া ভোট তালিকা প্রকাশের আগেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে নাম। দীর্ঘ অপেক্ষার শেষে এসআইআর সংক্রান্ত যাবতীয় পদ্ধতির পর নির্ধারিত ঘোষণা মতো বাংলায় কার্যত প্রকাশ্যে এসআইআর লিস্ট। এপিক নম্বরের সঙ্গে Captcha দিলেই দেখা যাচ্ছে নাম।
advertisement
1/8
SIR খসড়া ভোটার তালিকা! প্রকাশের আগেই 'চেক' করুন নাম, কোথায় কীভাবে দেখবেন? বাদ গেল কত নাম?
এসআইআর-এর খসড়া ভোট তালিকা প্রকাশের আগেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে নাম। দীর্ঘ অপেক্ষার শেষে এসআইআর সংক্রান্ত যাবতীয় পদ্ধতির পর নির্ধারিত ঘোষণা মতো বাংলায় কার্যত প্রকাশ্যে এসআইআর লিস্ট। এপিক নম্বরের সঙ্গে Captcha দিলেই দেখা যাচ্ছে নাম।
advertisement
2/8
এসআইআর প্রক্রিয়ায় ঘোষণা মতোই আজ ১৬ ডিসেম্বর, মঙ্গলবার সকালে প্রথমে এসআইআর তালিকার বাদ নামগুলি প্রকাশ করে নির্বাচন কমিশন প্রকাশ। আর তারপরেই দেখা যাচ্ছে খসড়া ভোটার তালিকায় নাম আছে কী নেই।
advertisement
3/8
কাদের নাম রয়েছে খসড়া তালিকায়, কাদের নাম বাদ গেল? দেখতে চোখ রাখতে হবে CEO দফতরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in এ। ওয়েবসাইটে লগ ইন করে এপিক নম্বর দিলেই দেখতে পারবেন আপনার নামটি তালিকায় আছে কিনা। কাদের নাম বাদ পড়ল দেখা যাবে সেই তালিকাও। electoralsearch.eci.gov.in-এ ক্লিক করলেই দেখা যাবে তালিকা।
advertisement
4/8
মূলত যাঁরা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, তাঁদের নাম রয়েছে এই তালিকায়। ফর্ম ফিল আপ না করলে বুথভিত্তিক সেসব নামও রয়েছে ওয়েবসাইটে। রয়েছে মৃত, ডুপ্লিকেট, স্থানান্তরিত ভোটারদের নামও।
advertisement
5/8
মঙ্গলবার সকালে খসড়া তালিকার আগেই নাম বাদের তালিকা প্রকাশ করা হয় কমিশনের ওয়েবসাইটে। মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটারদের পাশাপাশি যাঁদের খোঁজ মেলেনি তাঁদেরও নাম দেওয়া হয়েছে এই তালিকায়।
advertisement
6/8
প্রায় ৫৮ লক্ষ নাম বাদের তালিকা প্রকাশ করে কমিশন। যার মধ্যে ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ মৃত ভোটার। খোঁজ পাওয়া যায়নি ১২ লক্ষ ২০ হাজার ৩৮ ভোটারের। অনুপস্থিত ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ ভোটার। ডুপ্লিকেট নাম থাকায় বাদ পড়বে ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮।
advertisement
7/8
উল্লেখ্য, নাম বাদের ক্ষেত্রে ফের নাম তোলার সুযোগ রয়েছে। কমিশন নির্দিষ্ট নথি দিয়ে ফের নাম তোলার আবেদন করতে পারেন কেউ। অর্থাৎ নাম কোনও কারণে বাদ গিয়ে থাকলে কমিশনে আবেদন করতে পারবেন ভোটাররা।
advertisement
8/8
কমিশন সূত্রের খবর, খসড়ার প্রকাশের পর অর্থাৎ আজ থেকে আগামী ৭ দিনের মধ্যে শুনানির জন্য ডাক পাবেন ভোটাররা। তাঁদের শুনানির দিন জানানো হবে। শুনানি করবেন একজন ERO, ২ জন AERO। নির্দিষ্ট বুথের নির্দিষ্ট কেন্দ্রে হবে শুনানি। কমিশনের নির্ধারিত দিনে কোনও ভোটার শুনানির জন্য উপস্থিত হতে না পারলে দেওয়া হবে বিকল্প সময়।
বাংলা খবর/ছবি/কলকাতা/
SIR খসড়া ভোটার তালিকা...! প্রকাশের আগেই 'চেক' করুন নাম, কোথায় কীভাবে দেখবেন? বাদ গেল কত নাম? দেখুন পূর্ণাঙ্গ তালিকা!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল