West Bengal Restrictions: আরও একবার বিধিনিষেধ জারি রাজ্যে || কী খোলা কী বন্ধ বিস্তারিত জানুন...
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
West Bengal Restrictions: দেখে নেওয়া যাক কোন পরিষেবা খোলা ও কোন পরিষেবা বন্ধ থাকছে এই পর্বে।
advertisement
1/10

আরও ১৫ দিনের জন্য বিধিনিষেধ চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। আজ নবান্ন সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে ৩০ জুলাই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। দেখে নেওয়া যাক কোন পরিষেবা খোলা ও কোন পরিষেবা বন্ধ থাকছে এই পর্বে।
advertisement
2/10
সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে এই পর্বে।
advertisement
3/10
বন্ধ থাকছে লোকাল ট্রেন পরিষেবা। আন্তঃরাজ্য ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে এই পর্বে চালু হচ্ছে মেট্রো রেল। সপ্তাহের প্রথম পাঁচ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রোরেল।
advertisement
4/10
সিনেমা হল স্পা সুইমিংপুল বন্ধ থাকবে। জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা সকাল 6 টা থেকে সকাল দশটা পর্যন্ত সুইমিংপুল ব্যবহার করতে পারবেন।
advertisement
5/10
বিধি মেনে খুলতে হবে দোকান বাজার। স্বাভাবিক ভাবে দোকান খুলে রাত নটা পর্যন্ত চালু রাখা যাবে।
advertisement
6/10
প্রত্যক্ষ ভাবে ২৫শতাংশ কর্মী নিয়ে চালু থাকবে সরকারি অফিসগুলি। টিকাকরণ হয়ে গিয়েছে এমন ৫০ শতাংশ লোক নিয়ে চালু রাখতে হবে বেসরকারি অফিস।
advertisement
7/10
টিকা নিয়েছেন এমন ব্যক্তিরাই প্রাতঃভ্রমণে পার্কে যেতে পারবেন সকাল ছয়টা থেকে নটার মধ্যে।
advertisement
8/10
৫০ শতাংশ আসন নিয়ে খোলা থাকবে রেস্তোরাঁ।
advertisement
9/10
সকাল ছ'টা থেকে দশটা অবধি খোলা থাকবে জিমনেশিয়াম আবার বিকেলে বিকেল চারটে থেকে আটটা অবধি ৫০ শতাংশ লোক নিয়ে চালু রাখতে হবে জিমনাসিয়াম।
advertisement
10/10
ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত। ই-কমার্সের হোম ডেলিভারি চালু থাকবে।