TRENDING:

Weather|| সাগরে রক্তচক্ষু নিয়ে ফুঁসছে নিম্নচাপ, আরও বাড়ছে শক্তি, জানুন আজকের Latest Weather Update

Last Updated:
Extreme heavy rain forecast for next 48 hours: উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এই নিম্নচাপের অবস্থান।
advertisement
1/11
সাগরে রক্তচক্ষু নিয়ে ফুঁসছে নিম্নচাপ, আরও বাড়ছে শক্তি, Latest Weather Update
*উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান। প্রতীকী ছবি। 
advertisement
2/11
*আগামী ২৪ ঘন্টায় এটি আরও শক্তিশালী হবে। গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে ওড়িশা উপকূল হয়ে ওড়িশার উপর দিয়ে একটি ছত্তিশগড়ের দিকে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের। প্রতীকী ছবি। 
advertisement
3/11
*নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে। উপকূলে জলোচ্ছ্বাস বাড়বে। সমুদ্রের ভেতরে এবং উপকূলে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রতীকী ছবি। 
advertisement
4/11
*দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। ওড়িশাতে সোমবার থেকে বুধবার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূল সংলগ্ন ঝাড়গ্রাম এবং কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে। দক্ষিণবঙ্গ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি হবে বৃহস্পতিবার পর্যন্ত। প্রতীকী ছবি। 
advertisement
5/11
*মঙ্গলবার ৯ অগাস্ট ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে। ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে এই দুই উপকূলের জেলায়। ভারী বৃষ্টি কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই জেলায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। প্রতীকী ছবি। 
advertisement
6/11
*বুধবার ১০ অগাস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই জেলাগুলিতে ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। প্রতীকী ছবি। 
advertisement
7/11
*ভারী বৃষ্টি বা ১০০ কিলোমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। এই জেলাগুলিতে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বলতে পারে। প্রতীকী ছবি। 
advertisement
8/11
*বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় এই জেলাগুলিতে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়া বইতে পারে। প্রতীকী ছবি। 
advertisement
9/11
*সোমবার-বুধবার পর্যন্ত দিঘা, মন্দারমনি, তাজপুর-সহ বকখালি, সাগর আইল্যান্ডে সমুদ্রে নামার ক্ষেত্রে পর্যটকদের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই কয়েকদিনের বৃষ্টিতে ধান চাষী ও পাট চাষীদের উপকারে লাগবে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। মঙ্গল ও বুধবার দৃশ্যমানতা কমতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির কারণে। প্রতীকী ছবি। 
advertisement
10/11
*উত্তরবঙ্গে বৃষ্টি কম হবে। ওপরের দিকের পার জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েক দিনের তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও থাকতে পারে। প্রতীকী ছবি। 
advertisement
11/11
*আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় শহরে তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি হয়েছে ৬.২ মিলিমিটার। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weather|| সাগরে রক্তচক্ষু নিয়ে ফুঁসছে নিম্নচাপ, আরও বাড়ছে শক্তি, জানুন আজকের Latest Weather Update
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল