Kalbaishakhi| Rain Forecast|| জেলায় জেলায় আবহাওয়ার বদল শুরু! সন্ধ্যায় ধেয়ে আসবে কালবৈশাখী? জানুন Latest updates...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Kalbaishakhi May hit West Bengal Districts: বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আজ ও কাল গরম ও অস্বস্তিও বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা। পূর্ব ভারত ও উত্তর পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে।
advertisement
1/17

*উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আজ ও কাল গরম ও অস্বস্তিও বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা। পূর্ব ভারত ও উত্তর পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। প্রতীকী ছবি।
advertisement
2/17
*নিম্নচাপ তৈরি হয়েছে মায়ানমার সংলগ্ন সাগরে। গার্লস অফ মার্তাবানে নিম্নচাপ। এটি ক্রমশ সরে থাইল্যান্ড ও মায়ানমার সংলগ্ন এলাকায় শক্তি হারাবে। একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা ছত্তিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত। কর্নাটকে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পূর্ব-পশ্চিম অক্ষরেখার রয়েছে রাজস্থান থেকে বিদর্ভ পর্যন্ত। একটি পশ্চিমী ঝঞ্ঝার নতুন করে ঢুকছে আগামিকাল। প্রতীকী ছবি।
advertisement
3/17
*উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সর্তকতা আলিপুরদুয়ার, কোচবিহারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল রবিবার থেকে বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে উত্তরবঙ্গে। প্রতীকী ছবি।
advertisement
4/17
*রবিবার থেকে বৃষ্টি বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়বে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা ঝোড়ো হাওয়া। প্রতীকী ছবি।
advertisement
5/17
*কলকাতায় আগামী ৪৮ ঘন্টার মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। আজ ও কাল কলকাতা শহর সংলগ্ন জেলাগুলির বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। ফিল লাইক টেম্পারেচার অনেক বেশি হবে। বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। প্রতীকী ছবি।
advertisement
6/17
*রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে বৃষ্টি অনেকটাই বেশি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। প্রতীকী ছবি।
advertisement
7/17
*কলকাতায় আংশিক মেঘলা আকাশ। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি দুটোই বাড়বে। শনি রবিবার ফিল লাইক টেম্পারেচার অনেক বেশি হবে। শনি রবিবারের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে কলকাতায়। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতায়। প্রতীকী ছবি।
advertisement
8/17
*আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি ওপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৪৭-৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।
advertisement
9/17
*আগামী চার পাঁচদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রবল বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া থাকবে। পূর্ব ভারতের রাজ্য এবং উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ২৪ মে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন রাজ্যগুলি জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। প্রতীকী ছবি।
advertisement
10/17
*হিমাচল প্রদেশের সোমবার পর্যন্ত শিলা বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরাখণ্ডে মঙ্গলবার পর্যন্ত শিলা বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন উত্তর পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শিলা বৃষ্টির সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশে। প্রতীকী ছবি।
advertisement
11/17
*পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। কোথাও কোথাও অতি বর্ষণ হতে পারে স্থানীয়ভাবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির শিলা বৃষ্টি হবে জম্মু-কাশ্মীর সহ পশ্চিম ভারতের সমতল অর্থাৎ পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তরপ্রদেশের কিছু অংশে। প্রতীকী ছবি।
advertisement
12/17
*মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বিহার, ঝাড়খন্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। প্রতীকী ছবি।
advertisement
13/17
*উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবং দক্ষিণ ভারতের রাজ্যের রবিবারের পর বৃষ্টি কমবে। অরুণাচল প্রদেশ থেকে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তারপর থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। প্রতীকী ছবি।
advertisement
14/17
*সোমবার থেকে অনেকটাই কমে যাবে বৃষ্টি এই রাজ্যগুলিতে। একইভাবে দক্ষিণের কেরল, কর্ণাটক, তামিলনাডু শহর সংলগ্ন রাজ্যগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা। রবিবারের পর বৃষ্টি আরও কমবে দক্ষিণ ভারতের সব রাজ্যেই। প্রতীকী ছবি।
advertisement
15/17
*বর্ষার অনুকূল পরিবেশ দেশে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পেরিয়ে ক্রমশই এগোচ্ছে । বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ আরব সাগর দক্ষিণ মালদ্বীপ সহ দক্ষিণ বঙ্গোপসাগরে বেশিরভাগ অংশ এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। প্রতীকী ছবি।
advertisement
16/17
*আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান সাগর এলাকায় প্রবল বর্ষণ এবং সমুদ্র উত্তাল থাকবে। বর্ষার বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে ৬০ কিলোমিটার বেগে। বর্ষার নির্ধারিত সময়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ২২ মে। তার ৬ দিন আগেই মৌসুমী বায়ু ঢুকে পড়েছে আন্দামান সাগরে। প্রতীকী ছবি।
advertisement
17/17
*মৌসম ভবনের পূর্বাভাস আন্দামানের মত কেরলে ও বর্ষা পয়লা জুনের পরিবর্তে ২৭ মে ঢুকে পড়বে। অর্থাৎ দেশজুড়ে এ বার আগাম বর্ষার পূর্বাভাস আবহাওয়া দফতরের। প্রতীকী ছবি।