West Bengal Govt Holiday: সেপ্টেম্বরে 'নতুন' ছুটি ঘোষণা নবান্নের...! এইমাসে ফের 'লং উইকেন্ড'? দেখুন তারিখ-সহ সম্পূর্ণ ছুটির তালিকা!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
West Bengal Govt Holiday: কবে মিলবে উপরি ছুটি? দিন-তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। আর তারিখ শুনেই খুশির ফোয়ারা সরকারি কর্মচারীদের মধ্যে। কারণ রাজ্য সরকারি কর্মচারীদের ঝুলিতে এসে গেল আরও একটা লম্বা উইকেন্ড।
advertisement
1/8

সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। চলতি মাসে ফের নতুন ছুটির ঘোষণা করল নবান্ন। অগস্টের পরে সেপ্টেম্বরেও এবার মিলবে লম্বা উইকেন্ড। সেপ্টেম্বরে নির্ধারিত ছুটির তালিকার বাড়িয়ে আরও একটা পূর্ণদিবস ছুটির ঘোষণা করল রাজ্য সরকারের অর্থ দফতর।
advertisement
2/8
কবে মিলবে উপরি ছুটি? দিন-তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। আর তারিখ শুনেই খুশির ফোয়ারা সরকারি কর্মচারীদের মধ্যে। কারণ রাজ্য সরকারি কর্মচারীদের ঝুলিতে এসে গেল আরও একটা লম্বা উইকেন্ড।
advertisement
3/8
মাসের দ্বিতীয় সপ্তাহের শেষে এমনিতেই রবিবার এবং সোমবার ছুটি ছিল। এবার শনিবারও ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। ফলে টানা তিনদিন ছুটি পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। আজ বিজ্ঞপ্তি জারি করে আগামী ১৪ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর।
advertisement
4/8
অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর (শনিবার) করম পুজো পালন করা হবে। সেই পরিস্থিতিতে সেদিন রাজ্য সরকারের তরফে পূর্ণদিবস ছুটি ঘোষণা করা হল। অর্থাৎ সেদিন রাজ্য সরকারি অফিস, রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস, স্কুল এবং কলেজে পূর্ণদিবস ছুটি থাকবে।
advertisement
5/8
মাসের মাঝখানে এমন লং উইকেন্ড পেয়ে আহ্লাদে আটখানা রাজ্য সরকারি কর্মচারীরা। ১৫ সেপ্টেম্বর রবিবার পড়েছে। আর ফতোয়া-দোয়াজ-দাহামের কারণে আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) ছুটি থাকবে। ফলে টানা তিনদিন ছুটি পেয়ে গেলেন রাজ্য সরকারি কর্মচারীরা।
advertisement
6/8
গত নভেম্বরে রাজ্য সরকারের তরফে বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল, তখন ছুটির তালিকায় করম পুজোও দেওয়া ছিল। তবে কবে ছুটি থাকবে, তা পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
advertisement
7/8
এবার সেই ছুটির দিন ঘোষণা করা হল। আগে করম পুজোয় 'সেকশনাল হলিডে' মিলত। অর্থাৎ যাঁরা এই করম পুজো পালন করতেন, তাঁদেরই শুধু ছুটি থাকত। তবে পরবর্তীতে সার্বিকভাবে ছুটি ঘোষণা করতে শুরু করেছে রাজ্য।
advertisement
8/8
প্রসঙ্গত, আদিবাসী অধ্যুষিত ছোট নাগপুর মালভূমি এলাকায় বিরাট করে পালিত হয় করম উৎসব। রাঢ় বাংলার পুরুলিয়া ছাড়াও সংলগ্ন ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্তিশগড়ের আদিবাসীরা এই উৎসব আনন্দের সঙ্গে করম পুজোয় মেতে ওঠেন। আর এই করম, ভাদু উৎসবের হাত ধরেই উমার আগমনি সূচিত হয় বাংলায়। এক অর্থে করম শারদোৎসবের আমেজ এনে দেয়। গত বছর প্রথমবার করম পরবে পূর্ণ ছুটি ঘোষণা করে রাজ্য সরকার।