TRENDING:

New Government Scheme: প্রত্যেক বুথে ১০ লাখ দিচ্ছেন মমতা..সরকারি প্রকল্পে ফের নতুন চমক! এতে কোন সুবিধা পাচ্ছেন আপনি, সেটা কি জানেন?

Last Updated:
২০২৪ লোকসভা নির্বাচনের সময় শতাংশের বিচরে গ্রাম থেকেই সবচেয়ে বেশি ভোট এসেছিল তৃণমূলের ঝুলিতে। শহরের ভোট তুলনামূলকভাবে কমেছিল। যদিও উপনির্বাচনের সময় তার খুব একটা প্রভাব পড়েনি।
advertisement
1/7
প্রত্যেক বুথে ১০ লাখ দিচ্ছেন মমতা..সরকারি প্রকল্পে ফের নতুন চমক! কোন সুবিধা পাচ্ছেন আপনি?
২০২৪ লোকসভা নির্বাচনের সময় শতাংশের বিচরে গ্রাম থেকেই সবচেয়ে বেশি ভোট এসেছিল তৃণমূলের ঝুলিতে। শহরের ভোট তুলনামূলকভাবে কমেছিল। যদিও উপনির্বাচনের সময় তার খুব একটা প্রভাব পড়েনি। এমন পরিস্থিতিতে উন্নয়ন এবং নাগরিক পরিষেবাকে হাতিয়ার করে শহর-গ্রাম-মফসসল সব জায়গাতেই ভোট যুদ্ধ জেতার জমি তৈরি করতে চাইছে তৃণমূল৷
advertisement
2/7
২০২৬-এর নির্বাচনের আগে বাংলা অস্মিতায় শান দিয়ে আসরে নেমেছে তৃণমূল। দুয়ারে সরকার প্রকল্পে রাজ্যের মানুষের সুবিধে হয়েছে। তবে এবার গ্রাম স্তরের জন্য আরও স্পেশিফিক একটি নতুন সংকল্প শুরু করতে চলেছে রাজ্য সরকার। আমাদের পাড়া, আমাদের সমাধান’।
advertisement
3/7
তিনটি বুথ নিয়ে একটি পাড়া তৈরি করা হবে। প্রতিটি বুথকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে রাজ্যের প্রায় ৮০,০০০ বুথের মানুষ, নিজেদের মতামত জানাবেন এবং একজোট হয়ে ঠিক করবেন কীভাবে ১০ লক্ষ টাকা খরচ হবে তাঁদের বুথে৷ ৩টি বুথ মিলিয়ে একটি করে ক্যাম্প হবে এই ক্যাম্পেই থাকবে দুয়ারে সরকার ডেস্ক৷
advertisement
4/7
৮০ হাজার বুথের সমস্যা মেটাতে সময় দেওয়া হয়েছে ৬০ দিন। পুজোর ছুটির জন্য বাড়তি সময় থাকবে। এই টিমে শীর্ষে থাকবেন মুখ্য সচিন মনোজ পান্থ। প্রতি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। শহর পেরিয়ে গ্রাম পেরিয়ে এবার পাড়ার মন জানতে চাইছে সরকার।
advertisement
5/7
তবে প্রশ্ন উঠছে, যেখানে প্রতিবছর দুয়ারে সরকার হচ্ছে, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, যুবশ্রী সহ ৯৪টি প্রকল্পেরই সুবিধে পাচ্ছে মানুষজন তাহলে কেন নতুন করে পাড়ার কথা ভাবতে গেল রাজ্য সরকার? পাড়ার সমস্যার সমাধানই লক্ষ্য এবার। কোন কোন বিষয়গুলো দেখা হবে?
advertisement
6/7
১.) গোটা গ্রামের রাস্তা ভাল অথচ একটি পাড়ায় রাস্তার মেরামতি হয়নি। এই বিষয়টা দেখা হবে এই প্রকল্পে। ২.) কোনও এক অঙ্গনওয়াড়ি সেন্টারে মাথার ছাদ নেই। এটাও দেখা হবে নতুন প্রকল্পে৷ ৩.) গ্রামে বিদ্যুৎ পরিষেবা থাকলেও একটি পাড়ার বিদ্যুৎ-এর সমস্যা থেকে গিয়েছে। এইরকমই ছোট ছোট বিষয়, কিন্তু তার ব্যপ্তি অনেক। এই সমস্ত বিষয়গুলোতেই বাড়তি নজর দিতে নতুন প্রকল্পপের কথা ভেবেছে রাজ্য সরকার।
advertisement
7/7
টার্গেট ২০২৬। ২০২৬ কে পাখির চোখ করে একাধিক কর্মসূচি নিতে শুরু করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বুথ স্তরে নেতারা গিয়ে ভিত শক্ত করার কাজে মন দিয়েছেন। শাসক দলের বিরুদ্ধে তৈরি করছে একাধিক ইস্যু।
বাংলা খবর/ছবি/কলকাতা/
New Government Scheme: প্রত্যেক বুথে ১০ লাখ দিচ্ছেন মমতা..সরকারি প্রকল্পে ফের নতুন চমক! এতে কোন সুবিধা পাচ্ছেন আপনি, সেটা কি জানেন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল