কয়লা পাচার কাণ্ডে ইডি-তল্লাশি...! মিলল ৬ কোটির সোনার গয়না, ৩ কোটি নগদ টাকা, ১২০টি সম্পত্তির দলিল!
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal ED Raid: কয়লা পাচার কাণ্ডে গতকাল শুক্রবার বাংলা, ঝাড়খণ্ডের একাধিক জায়গায় চলে ইডি তল্লাশি। দুই রাজ্যের মোট ৪০ জায়গায় একযোগে হানা দেয় তদন্তকারী টিম।
advertisement
1/9

কয়লা পাচার কাণ্ডে গতকাল শুক্রবার বাংলা, ঝাড়খণ্ডের একাধিক জায়গায় চলে ইডি তল্লাশি। দুই রাজ্যের মোট ৪০ জায়গায় একযোগে হানা দেয় তদন্তকারী টিম।
advertisement
2/9
শুধুমাত্র বাংলাতেই তল্লাশি চালিয়ে ৩ কোটি টাকা, ৬ কোটি মূল্যের সোনার গয়না ও ১২০টি সম্পত্তির দলিল উদ্ধার করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা।
advertisement
3/9
অন্যদিকে ঝাড়খণ্ড থেকে বিভিন্ন কয়লা ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে মোট নগদ ২.২ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রচুর ডিজিটাল এভিডেন্স। সেগুলি সব খতিয়ে দেখছে ইডি।
advertisement
4/9
কয়লা পাচার চক্রের মামলায় তদন্তে নেমে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুক্রবার তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। বেলা গড়াতেই একাধিক জায়গা থেকে উদ্ধার হয় বিপুল পরিমান নগদ টাকা।
advertisement
5/9
এখনও পর্যন্ত দুই রাজ্য থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা। এত পরিমাণ টাকার উৎস কী, তা জানতে নানা ডিজিটাল ডক্যুমেন্ট খতিয়ে দেখছে ইডি।
advertisement
6/9
শুক্রবার সকাল থেকে কলকাতার প্রায় ২০টি জায়গায় ইডির তল্লাশি চলে। বিশেষত বিধাননগরের এ কে ব্লক এবং সিএফ ব্লকে চলে তল্লাশি।
advertisement
7/9
আসানসোল, পুরুলিয়া, কলকাতার কয়েকটি এলাকা থেকে শুরু করে ঝাড়খণ্ডের ধানবাদ- একাধিক জায়গায় কয়লা ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চলে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় একাধিক ব্যবসায়ীর বাড়ি।
advertisement
8/9
সূত্রের খবর, মূলত কয়লা ব্যবসায়ী রানিগঞ্জের বাসিন্দা নরেন্দ্র খারকার বাড়ি ও অফিসে হানা দেয় গোয়েন্দারা। কয়লা মাফিয়া হিসাবে খ্যাত দুর্গাপুরের অফিস রয়েছে এই নরেন্দ্র খারকার। বেআইনিভাবে খনি অঞ্চলে র্যাট হোল তৈরি করা, পরিত্যক্ত খনি থেকে কয়লা তুলে পাচার করার অভিযোগ রয়েছে খারকার বিরুদ্ধে।
advertisement
9/9
হাওড়া ডোমজুড় এলাকার এক অভিজাত আবাসনেও চলে ED হানা। পরভেজ আলম নামে কয়লা ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যান ED আধিকারিকরা। CJ তিন নম্বর গোপাল ঝুনঝুনওয়ালা নামে এক ব্যবসায়ী বাড়ি ঢুকেছেন ইডির আধিকারিকরা। চলছে তল্লাশি।