TRENDING:

West Bengal Coronavirus Update: বাংলায় নিম্মমুখী করোনা-গ্রাফ, কমছে সংক্রমণের হার, চিন্তা বাড়াচ্ছে মৃত্যু!

Last Updated:
West Bengal Coronavirus Update: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা (Covid-19 Bengal) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের। রাজ্যে আক্রান্ত কমে দাঁড়িয়েছে ৪৪৯৪ জন।
advertisement
1/8
বাংলায় নিম্মমুখী করোনা-গ্রাফ, কমছে সংক্রমণের হার, চিন্তা বাড়াচ্ছে মৃত্যু!
বাংলায় ফের নামল করোনাভাইরাসের সংক্রমণ। দ্রুত কমছে সংক্রমণের হার ও সক্রিয়ের সংখ্যা। তবে মৃত্যু নিয়ে উদ্বেগ বাড়ছে প্রতিদিনই। টানা ১১ দিন ৩০-এর উপরে মৃত্যু হয়েছে করোনায়। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের। রাজ্যে আক্রান্ত কমে দাঁড়িয়েছে ৪৪৯৪ জন। তবে বাংলায় করোনা সক্রিয় নেমে ৮০ হাজার হয়েছে।
advertisement
2/8
মঙ্গলবার স্বাস্থ্য দফতরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৮ হাজারেরও বেশি। ফলে সক্রিয়ের হার যেমন কমেছে, তেমনই টেস্ট ১০ হাজার বাড়ানোর পরও সংক্রমণের সংখ্যাও কমেছে, কমেছে সংক্রমণের হারও। করোনা সংক্রমনের হার কমে হল ৭.১২%।
advertisement
3/8
এদিকে দেশেও এদিন করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমল। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪। সোমবারের তুলনায় সংখ্যাটা শতাংশের হিসেবে ১৫.৫২ শতাংশ কম।
advertisement
4/8
এদিকে করোনা পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসতেই কড়া বিধিনিষেধ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলা। তাই এবার ‘দুয়ারে সরকার’ এবং ‘পাড়ায় সমাধান’ প্রকল্প শুরুর সময়সূচি জানিয়ে দিলে নবান্ন। মঙ্গলবার এই সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
advertisement
5/8
শহর কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯১ জন। এদিনও সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৫৮৩ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৪২৩। হাওড়া ও হুগলিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত যথাক্রমে ১৪৪ ও ২০৯ জন।
advertisement
6/8
 তবে দার্জিলিংয়ে আবারও বেড়েছে সংক্রমণ। সে জেলায় একদিনে সংক্রমিত ৩২২ জন। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৯ লক্ষ ৭৪ হাজার ২৮৫ জন। বর্তমানে রাজ্যের পজিটিভিটি রেট কমে হল ৭.১২ শতাংশ।
advertisement
7/8
এখনও পর্যন্ত রাজ্যে ২০ হাজার ৪১১ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ। যেখানে ৯ জন প্রাণ হারিয়েছেন শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে সাতজন করে।
advertisement
8/8
তবে আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরা। গত ২৪ ঘণ্টাতেই রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮,৮২৫ জন। এ নিয়ে মোট ১৮ লক্ষ ৭৩ হাজার ৭০৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৪.৯১ শতাংশ। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৮০ হাজার ১৬৮ জন।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Coronavirus Update: বাংলায় নিম্মমুখী করোনা-গ্রাফ, কমছে সংক্রমণের হার, চিন্তা বাড়াচ্ছে মৃত্যু!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল