West Bengal Coronavirus Update: কমল আক্রান্ত-নমুনা পরীক্ষা, বাড়ল দৈনিক মৃত্যু-সংক্রমণের হার! জানুন রাজ্যের করোনা আপডেট
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড ১৯ পজিটিভ হয়েছেন ৩৬০৮ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৪৯৬৯ জন (West Bengal Coronavirus Update)।
advertisement
1/9

রাজ্যের করোনাভাইরাসের চিত্রে রোজই বদল। স্বস্তি দিয়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা কমলেও, বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণের হার (West Bengal Coronavirus Update)। তারই সঙ্গে কমেছে রাজ্যে করোনার নমুনা পরীক্ষাও।
advertisement
2/9
বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড ১৯ পজিটিভ হয়েছেন ৩৬০৮ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৪৯৬৯ জন (West Bengal Coronavirus Update)।
advertisement
3/9
মঙ্গলবার রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের হার ছিল ৭.১২ শতাংশ, বুধবার তা বেড়ে হয়েছিল ৭.৩২ শতাংশ। বৃহস্পতিবার তা আরও বেশ খানিকটা বাড়ল। গত ২৪ ঘণ্টায় করোনার দৈনিক সংক্রমণ হয়েছে ৯.০২ শতাংশ।
advertisement
4/9
এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৯ লক্ষ ৮২ হাজার ৮৬২ জন। এদিন করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১৫ হাজার ২১৬ জন। সুস্থতার হার রাজ্যে ৯৬.১৬ শতাংশ।
advertisement
5/9
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৬ জনের করোনা রোগীর মৃত্যু হয়েছে (West Bengal Coronavirus Update)। গতকাল মৃত্যু হয়েছিল ৩৪ জনের। তার আগের দিন ছিল ৩৬। রাজ্যে মৃত্যুর হার ১.০৩ শতাংশ।
advertisement
6/9
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ১৯ জনের। প্রজাতন্ত্র দিবসের ছুটির কারণে বহু জায়গায় পরীক্ষা হয়নি। ফলে স্বাভাবিক ভাবেই সংক্রমণের হার বেড়েছে। চিন্তা বাড়িয়েছে মৃত্যুও।
advertisement
7/9
গত ২৪ ঘণ্টায় রাজ্যের সবচেয়ে বেশি সংক্রমণ ফের উত্তর ২৪ পরগনায়, তারপরেই রয়েছে কলকাতা। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৫২৪ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের। কলকাতায় ৪২৩ জন আক্রান্ত, ৮ জনের মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনায় ৪১১ জন আক্রান্ত, ৪ জনের মৃত্যু হয়েছে।
advertisement
8/9
পূর্ব বর্ধমানে আক্রান্ত হয়েছেন ১৫০ জন, ঝাড়গ্রামে আক্রান্ত ৬৯ জন ও ১ জনের মৃত্যু হয়েছে। বীরভূমে ১৮২ জন আক্রান্ত, হুগলিতে ১৩৩ জন আক্রান্ত, বাঁকুড়ায় ১২৮ জন আক্রান্ত ও ১ জনের মৃত্যু হয়েছে। নদিয়ায় ৩ জনের মৃত্যু হয়েছে।
advertisement
9/9
উত্তরবঙ্গের পরিস্থিতিও চিন্তার। জলপাইগুড়িতে আক্রান্ত ১৭১ জন, মৃত্যু ১, উত্তর দিনাজপুরে ১০০ জন আক্রান্ত, মৃত ২, দার্জিলিংয়ে ১০৪ আক্রান্ত। মালদায় বেশ খানিকটা কমেছে আক্রান্ত ৫৮।