West Bengal Budget: রাজ্য বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করলেন চন্দ্রিমা! বরাদ্দ ২০০ কোটি, মমতা সরকারের নতুন প্রকল্পের সুফল পাবেন লাখ-লাখ মানুষ
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
West Bengal Budget: নদীর ভাঙ্গন রোধে ২০০ কোটি টাকা বরাদ্দ। আবার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যও ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল।
advertisement
1/6

কলকাতা: রাজ্য বাজেটে 'নদী বন্ধন' নামে নতুন প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর জন্য বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি টাকা। নদী কেন্দ্রিক মানুষের উন্নয়নের জন্যই এই প্রকল্প। নদীর ভাঙ্গন রোধে ২০০ কোটি টাকা বরাদ্দ। আবার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যও ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল।
advertisement
2/6
শুধু তাই নয়, বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তার বাড়ির জন্য ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজেটে ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৩৮৯১৯৪.০৯ কোটি টাকা বাজেট বরাদ্দর প্রস্তাব রাখা হয়েছে।
advertisement
3/6
এছাড়াও আরও ৩৫০ টি সুফল বাংলা স্টল তৈরি করা হবে। বরাদ্দ ২০০ কোটি টাকা। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দেওয়ার জন্যও ২০০ কোটি বরাদ্দ করা হয়েছে বাজেটে।
advertisement
4/6
তবে, রাজ্য বাজেটের সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর রয়েছে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৪ শতাংশ। ২০২৫-এর এপ্রিল মাস থেকে কার্যকর হবে বর্ধিত ডিএ। মহার্ঘ্য ভাতা ৪ শতাংশ বাড়ার ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
advertisement
5/6
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে অষ্টম পে কমিশন ঘোষণা হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন একধাক্কায় ১০-৩০ শতাংশ হারে বাড়তে চলেছে। এই অবস্থায় রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে সপ্তম পে কমিশনের হিসাবে ডিএ বৃদ্ধির দাবি আরও জোরদার হয়েছিল।
advertisement
6/6
২০২৫ সালের নভেম্বর মাসে রাজ্যের ষষ্ঠ পে কমিশনের ঘোষণা হয়েছিল। তারপর প্রায় এক দশক অতিবাহিত হয়েছে। সেই জায়গা থেকে এখনও পর্যন্ত সপ্তম পে কমিশন নিয়ে কোনও খবর ছিল না। এদিন রাজ্য বাজেট ঘোষণার আগে থেকেই রাজনৈতিকমহলে গুঞ্জন ছিল ডিএ বাড়তে পারে রাজ্য সরকারের। বাস্তবে ঘটলও তাই।