West Bengal Coronavirus Update || রাজ্যের করোনার গ্রাফে আশার আলো, এক ধাক্কায় কমল দৈনিক আক্রান্ত
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
West Bengal Coronavirus Update || গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯১৫ জন। যা আগের দিনের তুলনায় কম। গতকাল সংখ্যাটা ছিল ২৯৬২ জন৷ একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন ৩ জন।
advertisement
1/5

হু হু করে বাড়ছে কোভিড-গ্রাফ। চতুর্থ ঢেউ কী দোরগোড়ায়? এই প্রশ্নই ক্রমশ প্রকট হচ্ছে করোনাভাইরাসের ক্রমশ বাড়তে থাকা পরিসংখ্যান থেকে। তবে রবিবারের তুলনায় সোমবার কিছুটা নামল কোভিড গ্রাফ৷
advertisement
2/5
স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯১৫ জন। যা আগের দিনের তুলনায় কম। গতকাল সংখ্যাটা ছিল ২৯৬২ জন৷ একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন ৩ জন।
advertisement
3/5
সংক্রমণের ক্ষেত্রে চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির মতো জেলাগুলি৷
advertisement
4/5
করোনা নিয়ে রাজ্যের সেন্টিনেল সার্ভেতে উদ্বেগজনক চিত্র উঠে এল। উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে রাজ্যে করোনা সংক্রমণ। দৈনিক যত মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, উপসর্গহীন ভাবে ঘুরে বেড়ানো করোনা আক্রান্তের সংখ্যা তার থেকে নেহাত কম নয়। এমনটাই ধরা পড়ল পঞ্চম সেন্টিনেল সার্ভেতে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সার্ভে রিপোর্ট বলছে, রাজ্যে ১১ টি জেলা এবং স্বাস্থ্য জেলায় পজিটিভিটি রেট বা করোনা সংক্রমনের হার ১০ শতাংশের বেশি। কোথাও কোথাও কুড়ি শতাংশের অধিক। এই ১১ টি জেলাকে লাল তালিকাভুক্ত করল স্বাস্থ্য ভবন। এই জেলা গুলি হল- নন্দীগ্রাম (24.77), উত্তর 24 পরগনা (23.65)দার্জিলিং (19.1)উত্তর দিনাজপুর (18.25)কালিমপং(16.75) পশ্চিম বর্ধমান(16.56) বসিরহাট (14.36)হাওড়া 14.23)পূর্ব বর্ধমান (14.14)কলকাতা (13.13)নদীয়া (10.15)
advertisement
5/5
সোমবার রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬৭ জন৷ সুস্থতার হার ৯৭.৭৯ শতাংশ৷ পজিটিভিটি রেট শতাংশ ২১.২৯ শতাংশ৷