কয়লা পাচার তদন্তে রাজ্য জুড়ে ৪০ জায়গায় ED হানা...! সল্টলেকের AK ব্লকে পৌঁছল টিম, আসানসোল-দুর্গাপুরেও তল্লাশি গোয়েন্দাদের!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Wesrt Bengal ED Raid: কয়লা কেলেঙ্কারি মামলার তদন্তে রাজ্য জুড়ে মোট চল্লিশটি জায়গায় ইডির হানা। কয়লা পাচার কাণ্ডকে কেন্দ্র করে তল্লাশি অভিযান চলছে বলেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর।
advertisement
1/6

কয়লা কেলেঙ্কারি মামলার তদন্তে রাজ্য জুড়ে মোট চল্লিশটি জায়গায় ইডির হানা। কয়লা পাচার কাণ্ডকে কেন্দ্র করে তল্লাশি অভিযান চলছে বলেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর।
advertisement
2/6
সল্টলেকের একে ব্লকে ২২৫ নম্বর বাড়িতে সকাল সকাল পৌঁছে যান ইডির আধিকারিরকরা, সিজে ব্লকের এক ব্যবসায়ীর বাড়িতে চলে তল্লাশি। বাড়ির মালিকের নাম নরেন্দ্র খারকা।
advertisement
3/6
শুধু কলকাতাতেই নয়, আসানসোল দুর্গাপুর-সহ একাধিক জায়গায় ইডির অভিযান চলে শুক্রবার। কলকাতা-হাওড়ায় আরও বেশ কয়েকটি জায়গায় হানা দেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।
advertisement
4/6
সল্টলেক-ইএম বাইপাসে একাধিক ঠিকানায় চলছে তল্লাশি। সূত্রের খবর, সল্টলেক, বাইপাস সংলগ্ন একটি আবাসন ও হাওড়ায় একযোগে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
advertisement
5/6
প্রসঙ্গত, এর আগে গত মাসের মাঝামাঝি সময়ে, বালিপাচার মামলার তদন্তে শহর কলকাতার একাধিক ঠিকানায় হানা দেন ইডির গোয়েন্দারা৷ শুধু কলকাতাতেই নয়, ইডি-র টিম পৌঁছয় আসানসোলের তিন জায়গায়। ঝাড়গ্রামের চার জায়গাতেও।
advertisement
6/6
কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিট চত্বরেও পৌঁছে যান ইডির তদন্তকারীরা। সূত্রের খবর, মূলত বালি খাদানের ব্যবসায়ীদের বাড়ি ও অফিসেই চলে সেই তল্লাশি৷