Weather Update: আগামী ৪৮ ঘণ্টায় ধেয়ে আসছে কালবৈশাখী, ৫০-৬০ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
বিধানসভা নির্বাচনের দিনগুলিতে যেভাবে কাঠফাটা রোদ ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হয়েছে মানুষকে তার থেকে রেহাই মিলতে পারে গণনার দিনে।
advertisement
1/10

• আজ থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আগামী 48 ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
2/10
• রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সাত জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
3/10
• আগামী ৭২ ঘণ্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
4/10
• ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলার বেশ কিছু অংশে। দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন-চার দিন।
advertisement
5/10
• দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে নদিয়া মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়। মঙ্গল ও বুধবার আগামী ৭২ ঘণ্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
6/10
• ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলার বেশ কিছু অংশে। দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন-চার দিন। কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী তিন চারদিন ধরে।
advertisement
7/10
• রাজ্যজুড়ে এই ঝড়-বৃষ্টির স্পেল চলবে 6 ই মে বৃহস্পতিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের কিছু এলাকায় কালবৈশাখীর সম্ভাবনার কথা ও জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সময় ঘর থেকে না বেরোনোর পরামর্শ আলিপুর আবহাওয়া দপ্তরের।
advertisement
8/10
• আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে এবং দক্ষিণবঙ্গের নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং উত্তর ২৪ পরগনা তে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলির কোথাও কোথাও ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
9/10
• ঝড়-বৃষ্টিয় প্রভাবে তাপমাত্রা কমতে পারে রাজ্যে। বিধানসভা নির্বাচনের দিনগুলিতে যেভাবে কাঠফাটা রোদ ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হয়েছে মানুষকে তার থেকে রেহাই মিলতে পারে গণনার দিনে। আবহাওয়া দফতর জানাচ্ছে রবিবার থেকেই তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামতে পারে। বিশেষ করে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকায় স্বস্তির আবহাওয়া মিলবে রাজ্যে।
advertisement
10/10
• বিহারের ওপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সিকিম ও উত্তরবঙ্গ থেকে একটি অক্ষরেখা বিহার হয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এই ঘূর্ণাবর্তের টানেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলে তৈরি হচ্ছে ঝড় বৃষ্টির পরিস্থিতি। শুধু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয়। ঝড় বৃষ্টি হতে পারে পূর্ব ভারতের অন্যান্য রাজ্য বিহার ঝাড়খন্ড ও ওড়িশাতেও। পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা মে মাসের প্রথম সপ্তাহে।