ভরা বর্ষায় বৃষ্টি নেই! দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট. হাওয়া অফিস যা জানাল, চিন্তার ব্যাপার
- Published by:Sayani Rana
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৭ দিনে দক্ষিনবঙ্গে বৃষ্টির ঘাটতি মেটার কোনও সম্ভাবনা নেই।
advertisement
1/7

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টি আরও কমবে রাজ্যে। আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। তবে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
advertisement
2/7
আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েক দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৭ দিনে দক্ষিনবঙ্গে বৃষ্টির ঘাটতি মেটার কোনও সম্ভাবনা নেই।
advertisement
3/7
দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। বেশ কিছু জেলাতে ৫০ শতাংশের বেশি ঘাটতি রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। আগামী পাঁচ থেকে সাত দিন বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না, ফলে ঘাটতি মেটার সম্ভাবনা আপাতত নেই। দক্ষিণবঙ্গের কৃষি কাজে ব্যাঘাত ঘটতে পারে।
advertisement
4/7
২৪ শে জুলাই সোমবার নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। তার জেরে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি যেমন থাকবে, অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে।
advertisement
5/7
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তবে এর প্রভাব সেভাবে পড়বে না রাজ্যে। মৌসুমী অক্ষরেখা ও গোপালপুর এর ওপর দিয়ে রয়েছে। আগামী কয়েকদিন এই কারনেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
6/7
আগামী তিন দিন উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনদিন পর বৃষ্টি আরও কমবে উত্তরে।
advertisement
7/7
শনিবারও উত্তরবঙ্গের দু-এক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাজ্যের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।