Weather Update: আজ সকালেই শীতে হাড়কম্প! সামনে হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা, প্রবল শৈত্যপ্রবাহের Alert
- Published by:Debalina Datta
Last Updated:
Weather Alert: শুধু সর্বনিম্ন তাপমাত্রাতেই পতন হচ্ছে তা নয় দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রাতেও ঝপঝপ করে পতন হচ্ছে , ফলে সারাদিনেই শীতের অনুভূতি পাচ্ছেন বঙ্গবাসী৷
advertisement
1/11

#কলকাতা: হুড়মুড়িয়ে নামছে কলকাতার তাপমাত্রা৷ পাশাপাশি দক্ষিণবঙ্গের তাপমাত্রাতেও দ্রুত পতন৷ সব মিলিয়ে দীর্ঘ আকাঙ্খার শীত পেতে চলেছে পশ্চিমবঙ্গবাসী৷ একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার জেরে শীত আটকে থাকলেও এবার উত্তুরে হাওয়া স্বাভাবিক ছন্দ পেয়েছে। আগামী কয়েক দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে৷ পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রার পতন জারি থাকবে৷ Photo- File
advertisement
2/11
এদিকে উত্তর ভারতে একাধিক জায়গায় শৈত্যপ্রবাহের অ্যালার্ট জারি করল আইএমডি৷ মৌসম ভবনের জারি করা ওয়েদার আপডেট অনুযায়ি আগামী ৩ থেকে ৫ দিন অবধি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে পঞ্জাব -হরিয়ানার একাধিক জায়গায়৷ Photo- File
advertisement
3/11
এদিকে শুধু শৈত্য প্রবাহই নয়, অত্যধিক শৈত্য প্রবাহের অ্যালার্ট জারি রয়েছে উত্তর রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও পঞ্জাবের বেশ কিছু এলাকায়৷ Photo- File
advertisement
4/11
অত্যধিক ঠাণ্ডার পাশাপাশি প্রবল কুয়াশায় ঢাকবে উত্তর ও মধ্য ভারতের একাধিক প্রদেশ৷ পাশাপাশি পূর্বের রাজ্যগুলিতেও থাকবে কুয়াশার সমস্যা৷ Photo- File
advertisement
5/11
পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কুয়াশা জারি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে৷ এরই জেরে উত্তুরে হাওয়া আরও সহজে খেলা করবে৷ Photo- File
advertisement
6/11
হালকা হাওয়া এবং বাতাসে আর্দ্রতার কারণে গাঙ্গেয় সমতলে ঘন কুয়াশা তৈরি হয়ে চলেছে৷ বিহারে আগামী ৫ দিন, এছাড়া জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশে আগামী ৩ দিন , এবং পশ্চিমবঙ্গ, সিকিম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে ২দিন, ওড়িশায় আগামী ২৪ ঘণ্টা কুয়াশার দাপট জারি থাকবে৷ Photo- File
advertisement
7/11
এদিকে আলিপুর আবহাওয়া দফতরের ওয়েদার আপডেটে জানা গেছে আ, আগামী ৪-৫ দিনে তাপমাত্রা অনেকটাই নামবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারের পর থেকে রবিবারের মধ্যে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে৷ Photo- File
advertisement
8/11
আগামী চার-পাঁচ দিন রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে, আকাশ পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও নামবে। উত্তুরে হাওয়াও বইবে। বৃহস্পতিবারের পর থেকে উত্তরে হওয়ার দাপট আরও বাড়বে। ফলে তাপমাত্রা কমার যে অপেক্ষায় জনতা ছিল তা এবার সত্যিই দরজায় এসে কড়া নেড়েছে৷ Photo- File
advertisement
9/11
এবারের উইকএন্ডে একটা দিন তিনেকের জবরদস্ত শীতের স্পেল থাকবে৷ তাতে জমিয়ে উত্তুরে হাওয়া তাপমাত্রা এক সপ্তাহের মধ্যে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াসের মতো পতন হবে৷ Photo- File
advertisement
10/11
শুধু সর্বনিম্ন তাপমাত্রাতেই পতন হচ্ছে তা নয় দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রাতেও ঝপঝপ করে পতন হচ্ছে , ফলে সারাদিনেই শীতের অনুভূতি পাচ্ছেন বঙ্গবাসী৷ Photo- File
advertisement
11/11
এদিকে আজও বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে আন্দামান -নিকোবর দ্বীপপুঞ্জে ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷ এছাড়া তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলেও বৃষ্টি হবে৷ Photo- File