Weather Update: বঙ্গোপসাগরে ফের তৈরি, স্থলভাগেও ২টি সাইক্লোনিক সার্কুলেশন, প্রবল বৃষ্টি কখন, কোথায়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Weather Update: এদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত থাকবেই৷ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ৫ দিন ধরে বৃষ্টি জারি থাকবে৷
advertisement
1/10

কলকাতা: দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে ফের তৈরি হয়ে গেছে সাইক্লোনিক সার্কুলেশন, অন্যদিকে দেশের একাধিক অঞ্চলে মৌসুমী বায়ু অ্যাক্টিভ থাকাকালীন একাধিক ওয়েদার সিস্টেম তৈরি হয়ে যাওয়ায় বৃষ্টি অবিশ্রান্ত ধারায় হয়ে চলেছে৷
advertisement
2/10
আবারও একবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করল আইএমডি৷ নিজেদের ওয়েদার আপডেটে তারা জানিয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় চলবে তুমুল তোলপাড়৷
advertisement
3/10
বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া সাইক্লোনিক সার্কুলেশনের পাশাপাশি দেশের ওপরেও দুটি অ্যাকটিভ সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে৷ উত্তর পূর্ব রাজস্থান এবং উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে৷ সমুদ্রতলের ওপরে ৫.৮ কিলোমিটার বিস্তৃত রয়েছে এই সাইক্লোনিক সার্কুলেশন৷
advertisement
4/10
অন্য সাইক্লোনিক সার্কুলেশনটি তৈরি হয়েছে হরিয়ানার ওপর৷ সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি ওপরে এটি বিস্তৃত রয়েছে৷
advertisement
5/10
এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল এবং লাগাতার বৃষ্টিপাত জারি না থাকলেও আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ ইতঃস্তত , বিক্ষিপ্ত বৃষ্টির পরিমাণ খানিকটা বৃদ্ধি পাবে৷
advertisement
6/10
শুধু আজকের জন্যেই নয় এখন পরপর কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ গত এক সপ্তাহের তুলনায় সামাণ্য হলেও বৃদ্ধি পাবে৷
advertisement
7/10
অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ৷
advertisement
8/10
অত্যধিক আর্দ্রতা ও গরমের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গে অস্বস্তি জারি থাকবে৷ ফিল লাইক তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস অবধি অনুভূত হবে৷
advertisement
9/10
কলকাতা ওয়েদার আপডেটে দিনের বিভিন্ন সময়ে বারবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাাঝারি বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল৷
advertisement
10/10
এদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত থাকবেই৷ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ৫ দিন ধরে বৃষ্টি জারি থাকবে৷