TRENDING:

Weather Update: উত্তরবঙ্গে জমিয়ে বৃষ্টি, গরমে নাজেহাল দক্ষিণবঙ্গে কখন ঝড়বৃষ্টি

Last Updated:
বিকেল -সন্ধ্যার দিকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে৷ সঙ্গী হতে পারে ঝোড়ো হাওয়াও৷
advertisement
1/8
উত্তরবঙ্গে জমিয়ে বৃষ্টি, গরমে নাজেহাল দক্ষিণবঙ্গে কখন ঝড়বৃষ্টি
#কলকাতা: উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও, দক্ষিণবঙ্গে গরমে নাজেহাল মানুষ৷ নির্ধারিত সময়ের ৪ দিন আগেই উত্তরবঙ্গে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। মৌসুমি বায়ু উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যগুলিতে ঢুকে পড়েছে। উত্তরবঙ্গে ঢুকে পড়লেও দক্ষিণবঙ্গে বর্ষার এখনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের। তবে বিকেল -সন্ধ্যার দিকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে৷ সঙ্গী হতে পারে ঝোড়ো হাওয়াও৷
advertisement
2/8
উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা কোচবিহার এবং আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
advertisement
3/8
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে। বিকেল , সন্ধ্যার দিকে অস্থায়ী ভাবে গরম থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷ যাতে সাময়িক ভাবে তাপের ছোবল থেকে মুক্তি পেলেও ফের অস্বস্তি হবে৷
advertisement
4/8
কলকাতার তাপমাত্রা তিরিশের কোঠায় থাকলেও সেই ফিল লাইক তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের মতো মনে হওয়ায় একেবারে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জনজীবন৷
advertisement
5/8
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদহ এবং দুই দিনাজপুরে ও মাঝারি থেকে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার থেকে এই বৃষ্টি আরও বাড়তে পারে। মঙ্গলবার প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে এবং সিকিমে।
advertisement
6/8
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ওড়িশা ও উপকূল লাগোয়া এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। পশ্চিমের জেলা গুলোতে তাপমাত্রা সামান্য বাড়লেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় একই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের।
advertisement
7/8
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু গতকাল পর্যন্ত চিকমাগালুর ,বেঙ্গালুরু,  ধর্মাপুরি থেকে শিলিগুড়ির উপর দিয়ে বিস্তৃত ছিল। আগামী দু'দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এর বাকি অংশ এবং উত্তরবঙ্গ সিকিমের বাকি অংশ ঢুকে পড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের৷
advertisement
8/8
এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। উত্তর প্রদেশ এবং আরও দু'টি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এছাড়াও দুটি টার্ফ রয়েছে বা অক্ষরেখা রয়েছে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর প্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত এটি বিহার উত্তরবঙ্গ এবং আসাম এর উপর দিয়ে বিস্তৃত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weather Update: উত্তরবঙ্গে জমিয়ে বৃষ্টি, গরমে নাজেহাল দক্ষিণবঙ্গে কখন ঝড়বৃষ্টি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল