বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি
Last Updated:
দক্ষিণবঙ্গের জন্য সুখবর। আপাতত আর বাড়বে না তাপমাত্রা। সপ্তাহান্ত ভিজবে বৃষ্টিতে ৷ রবিবার থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে উপকূল এলাকায় শনিবার থেকেই শুরু হবে বৃষ্টি। অর্থাৎ ৪ অগাস্ট সবথেকে বেশি বৃষ্টি হবে বাংলায় ৷
advertisement
1/6

দক্ষিণবঙ্গের জন্য সুখবর। আপাতত আর বাড়বে না তাপমাত্রা। সপ্তাহান্ত ভিজবে বৃষ্টিতে ৷ রবিবার থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে উপকূল এলাকায় শনিবার থেকেই শুরু হবে বৃষ্টি। অর্থাৎ ৪ অগাস্ট সবথেকে বেশি বৃষ্টি হবে বাংলায় ৷
advertisement
2/6
উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। যার জেরে ওই বৃষ্টি চলতে পারে তিন থেকে চারদিন।
advertisement
3/6
পাশাপাশি রাজস্থান থেকে জামশেদপুর হয়ে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত দীঘার উপর দিয়ে। যা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। এর জেরে কাল থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভাবনা।
advertisement
4/6
শনিবারের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে। রবিবার থেকে সমুদ্রে যেতে জারি হয়েছে নিষেধাজ্ঞাও।
advertisement
5/6
দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত সক্রিয় ছিল মৌসুমি অক্ষরেখা ৷ কাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ৷ দঃবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি ৫০ শতাংশ ৷শুধু কলকাতাতেই এখনও বৃষ্টির ঘাটতি ৫৮ শতাংশ আবহাওয়া দফতরের এই পূর্বাভাস আগামী দিনের বৃষ্টিতে ঘাটতি পূরণের আশা দেখাচ্ছে ৷
advertisement
6/6
উত্তরবঙ্গে জারি ছিল অতিভারী বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যদিও কাল থেকে তা কমবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।