Weather Update: বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি, বরফপাত,শীতের দাপট থাকবে,অ্যালার্ট জারি আবহাওয়া দফতরের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কমলা সতর্কতা জারি হয়েছে রাজ্যের বিভিন্ন জ্বালায়৷
advertisement
1/5

শৈত্যপ্রবাহের জেরে অস্থির অবস্থা৷ জেলায় জেলায় শৈত্যপ্রবাহের কমলা সতর্কতা -র মধ্যেই ফের দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সতর্কতা পাশাপাশি হিমালয়ের বিভিন্ন এলাকায় ফের তাজা তুষারপাতে বাড়বে ঠাণ্ডা৷ কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তেজি শীত অনুভূত হচ্ছে৷ Photo -Representative
advertisement
2/5
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্য প্রবাহের জন্য ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে৷ এমনকি প্রয়োজন ছাড়া রাতে ও ভোরে বৃদ্ধ ও শিশুদের বাড়ি থেকে বার না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ Photo -Representative
advertisement
3/5
শৈত্যপ্রবাহের তীব্রতায় মানুষজনের স্বাভাবিক জীবনযাপনে প্রচণ্ড অসুবিধা হচ্ছে৷ মৌসম ভবন (IMD) জানিয়ে দিয়েছে এখনই শীত থেকে বাঁচার কোনও সম্ভবনা নেই৷ আফগানিস্তানের ওপর পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়ে রয়েছে৷ এর প্রভাব হিমালয়ে মঙ্গলবার থেকে পড়ছে৷ আর এর প্রভাবে সমতল এলাকায় আবার ঠাণ্ডা থাকবে৷ Photo -Representative
advertisement
4/5
পশ্চিমি ঝঞ্ঝার জেরে ৩ ও ৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট বালিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশের কিছু অংশে প্রচণ্ড বৃষ্টি হবে৷ এই পরিস্থিতি থাকবে উত্তরাখণ্ডেও বজায় থাকবে ৪ ও ৫ তারিখেও৷ Photo -Representative
advertisement
5/5
আইএমডি - অনুযায়ি হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে -র কিছু অংশে বরফ ও বৃষ্টি হয়৷ মৌসম বিভাগ অনুযায়ি পশ্চিমি ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের খাঁড়িতে নিম্ন হাওয়ার মিলনের ফলে পঞ্জাব , হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর রাজস্থান, উত্তর পশ্চিম মধ্য প্রদেশ , পশ্চিম উত্তরপ্রদেশ ও দিল্লিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে৷ Photo -Representative