Weather Alert: একটু বাদেই কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি, ১২ রাজ্যে তুমুল বৃষ্টি জানাল আইএমডি, আজকের ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারতীয় মৌসম বিভাগ অগাস্টে দক্ষিণ পশ্চিম মৌসুমী বর্ষা পূর্বানুমান নিয়ে রিপোর্ট জারি করেছে৷
advertisement
1/8

#কলকাতা: জঘন্য আর্দ্রতায় জেরবার বঙ্গবাসী মঙ্গলবার খানিক খানিক বৃষ্টি হয়ে সাময়িক স্বস্তি দেবে৷ সকাল ন-টার পর থেকে পর্বে পর্বেই হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি৷ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই একই ছবি দেখা যাবে৷ Photo Represetative
advertisement
2/8
সকালের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির পর অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি বিকেল থেকে সন্ধ্যা বারেবারে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে থাকবে৷ Photo Courtesy - Accuweather
advertisement
3/8
এদিকে মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ প্রায় ৮৪ শতাংশ হওয়ায় অসম্ভব অস্বস্তি জারি থাকবে৷ অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি এদিন ফিল লাইক তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মতো হবে৷ Photo Represetative
advertisement
4/8
এদিকে দক্ষিণবঙ্গে সেই একইভাবে বিক্ষিপ্ত বৃষ্টির ধারা বজায় থাকলেও উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷ আইএমডি-র ওয়েদার আপডেট অনুযায়ি এই প্রবল বৃষ্টি আগামিকাল অর্থাৎ বুধবার অবধি চলবে৷ Photo Represetative
advertisement
5/8
এদিকে আইএমডি -র জারি করা ওয়েদার অ্যালার্ট অনুযায়ি দেশের প্রায় ১২ টি রাজ্যে আগামী ৫ অগাস্ট অবধি মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে৷ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷ Photo Courtesy - IMD/ Sattelite Image
advertisement
6/8
১ অগাস্ট থেকে ৪ অগাস্ট রায়লসীমা এবং লাক্ষাদ্বীপে বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ পাশাপাশি বাজ পড়বে৷ ৪ থেকে ৫ অগাস্ট তটবর্তী কর্ণাটকে বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ তটবর্তী অন্ধ্রপ্রদেশ এবং ইনামে ৫ অগাস্টে বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ আইএমডি ট্যুইট করে জারি করে জানিয়েছে ১ থেকে ২ তারিখ অগাস্ট বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে বৃষ্টি হচ্ছে৷ Photo Represetative
advertisement
7/8
অরুণাচল প্রদেশ ১ থেকে ৩ অগাস্টে বৃষ্টি হতে পারে৷ উপ হিমাচল এলাকায় পশ্চিমবঙ্গে এবং সিকিম, অসম এবং মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর , মিজোরাম , ত্রিপুরাতে ১ থেকে ৫ অগাস্ট ভারী বৃষ্টি হতে পারে৷ Photo Represetative
advertisement
8/8
ভারতীয় মৌসম বিভাগ অগাস্টে দক্ষিণ পশ্চিম মৌসুমী বর্ষা পূর্বানুমাননিয়ে রিপোর্ট জারি করেছে৷ রিপোর্ট অনুযায়ি ২০২২ দক্ষিণ পশ্চিম মৌসুমী মরশুম অনুযায়ি দ্বিতীয় পর্বে অর্থাৎ অগাস্ট থেক সেপ্টেম্বরে ৯৪ থেকে ১০৬ শতাংশ হচ্ছে৷ Photo Represetative