Rain Forecast| Weather Kolkata| ফের ঘূর্ণাবর্তের অভিশাপ! আবার ধেয়ে আসছে তুমুল বৃষ্টি! সময় জানিয়ে দিল হাওয়া অফিস
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Rain Forecast| Weather Kolkata| তবে সপ্তাহান্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে।
advertisement
1/8

মঙ্গলবারের দিনভর অঝোর বৃষ্টিতে কলকাতার বহু রাস্তাতেই হাঁটুজল। এরই মধ্যে হাওয়া অফিস জানাচ্ছে আজও মেঘলা আকাশ থাকবে। দিনভর হালকা মাঝারি বৃষ্টি। বেলা বাড়লে পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে সপ্তাহান্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। সে ক্ষেত্রে বাংলা উড়িষ্যা উপকূলে শনি-রবিবার ফের বাড়তে পারে বৃষ্টি। ছবি - সুশোভন ভট্টাচার্য।
advertisement
2/8
কেমন থাকবে কলকাতার আকাশ- কলকাতায় আজও মূলত মেঘলা আকাশ। দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টি। কার্যত ইলশেগুঁড়ি বৃষ্টি। বেলার দিকে পরিস্থিতির উন্নতি হতে পারে।
advertisement
3/8
নিম্নচাপের শাসানি পেরিয়ে ঘূর্ণাবতের কবলে- ইতিমধ্যেই গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর ছত্রিশগড় ছাড়িয়ে এটির অবস্থান পূর্ব মধ্যপ্রদেশে। গুজরাটে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যে ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা উপরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত। শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে ঘূর্ণাবর্ত। যেটি উত্তর-পশ্চিম ও পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা ও বাংলা উপকূলের দিকে আসবে শনি-রবিবার।
advertisement
4/8
আজ সারাদিন- আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ১° নিচে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ৫ ডিগ্রি নীচে। ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০১ মিলিমিটার।
advertisement
5/8
কেমন থাকবে দক্ষিণবঙ্গ- দক্ষিণবঙ্গে আজ মেঘলা আকাশ। হালকা মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বেলার দিকে পরিস্থিতির আরো একটু উন্নতি। আগামিকাল থেকে পরিস্থিতির উন্নতি হবে।
advertisement
6/8
হাওয়া অফিসের বিশেষ বার্তা- সপ্তাহান্তে আবারও দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের প্রভাবে শনি, রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।
advertisement
7/8
উত্তরবঙ্গের আপডেট- উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা। পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। সপ্তাহান্তে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
advertisement
8/8
দেশের আবহাওয়া এক নজরে- মধ্যপ্রদেশ ও গুজরাটে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। হরিয়ানা রাজস্থান ও পশ্চিম উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী তিন-চার দিন মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট মহারাষ্ট্র ভারী বৃষ্টির সম্ভাবনা।