Weather Update: বিশ্বকাপ সেমিফাইনাল ইডেনে, কলকাতায় নিম্নচাপের চোখরাঙানি! বৃষ্টির সম্ভাবনা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। শক্তি বাড়িয়ে প্রথমে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। এরপর দিক পরিবর্তন করে তা আরও উত্তর-পশ্চিমের দিকে এগোবে।
advertisement
1/9

নিম্নচাপের প্রভাবে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ বিঘ্নিত হওয়ার আশঙ্কা। বৃহস্পতিবার হালকা মাঝারি বৃষ্টি কলকাতাতে। বৃহস্পতিবার ম্যাচ সম্ভব না হলে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সেমিফাইনাল হতে পারে শুক্রবার। সেই শুক্রবারে ও কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি তো বটেই দুয়েক পশলা ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।
advertisement
2/9
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। শক্তি বাড়িয়ে প্রথমে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। এরপর দিক পরিবর্তন করে তা আরও উত্তর-পশ্চিমের দিকে এগোবে।
advertisement
3/9
১৬ই নভেম্বর পুরোপুরি দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোবে। ১৭ ই নভেম্বর ওড়িশা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে।
advertisement
4/9
নিম্নচাপের প্রভাবে কবে কোথায় বৃষ্টি? মঙ্গলবার বিকেল থেকে হাওয়া বদল। উপকূলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রাজ্যের উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে। শনিবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। রবিবার থেকে পারদ নামতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের।
advertisement
5/9
মৎস্যজীবীদেরও বার্তা দেওয়া হয়েছে। ১৫ ই নভেম্বরে বিকেলের মধ্যে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ থেকে ১৮ই নভেম্বর মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
6/9
বুধবার হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে। বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা।
advertisement
7/9
ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর , উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর উত্তর ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলাতে।
advertisement
8/9
শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলাতে।
advertisement
9/9
শনিবারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কৃষকদের জন্য সতর্কবার্তা। ধান কেটে নেওয়ার নেওয়ার পরামর্শ। নিম্ন সাপের প্রভাব কেটে যাওয়ার পর আলু চাষের পরামর্শ আবহাওয়াবিদদের।