Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ নাকি ঘূর্ণাবর্ত, আজ কি তুমুল বৃষ্টি, রইল লেটেস্ট ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Kolkata Weather Update: শুক্রবার কলকাতায় অংশত মেঘলা থাকবে৷ অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ী দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে৷
advertisement
1/9

#কলকাতা: দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার থেকে মহারাষ্ট্র অবধি ফের একবার বৃষ্টিতে নাজেহাল হতে চলেছিল তারা এবার একটু স্বস্তি পাবে৷ দিল্লিতেও এবার বৃষ্টি কমবে৷ দিল্লিতে বৃষ্টি কমার পরেই হালকা ঠাণ্ডার চাদর পড়েছে রাজধানীতে৷ আইএমডি জানিয়েছে আগামী চার-পাঁচদিনে আরও কমে যাবে দিল্লির নূন্যতম তাপমাত্রা৷ এদিকে কলকাতাতে আজও দিনের বিভিন্ন সময়ে ইতঃস্তত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ Photo Courtesy- IMD/Satellite Image
advertisement
2/9
আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের মতো৷ আর আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ হতে পারে ৯১ শতাংশ৷ ফলে ফের একবার অসহ্য হবে আবহাওয়া পরিস্থিতি ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মতো হবে ফিল লাইক তাপমাত্রা৷ Photo -File
advertisement
3/9
শুক্রবার কলকাতায় অংশত মেঘলা থাকবে৷ অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ী দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে৷ Photo -File
advertisement
4/9
দক্ষিণবঙ্গেও আবহাওয়া মূলত এইভাবেই দেখা যাবে৷ আর্দ্রতা ও উষ্ণতাজনিত অস্বস্তি থাকবে৷ পাশাপাশি ইতঃস্তত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কথা ওয়েদার আপডেটে জানা যাচ্ছে৷ Photo- Accuweather
advertisement
5/9
উত্তরবঙ্গের জেলাগুলিতেও একাধিক সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে৷ তবে আগের থেকে একটু বৃষ্টি কমবে৷ Photo -File
advertisement
6/9
এদিকে আইএমডি এখনও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত না থাকলেও আগামী পাঁচদিনে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হতেও পারে৷ তবে এখনও আবহাওয়া দফতর এই বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি৷ Photo -File
advertisement
7/9
আইএমডি নিজেদের ওয়েদার আপডেটে জানিয়েছে আগামী ৩-৪ দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের থেকে ফিরে যাবে৷ ফলে দেশ থেকে বৃষ্টি কমে যাবে৷ Photo Courtesy- IMD/Satellite Image
advertisement
8/9
বিহার, উত্তর প্রদেশ , হিমাচল প্রদেশ, পঞ্জাব, ঝাড়খণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়াণা, দিল্লিতে বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ স্কাইমেটের ওয়েদার আপডেট অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় ছত্তিশগড়, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, অসম, অরুণাচলপ্রদেশ, এবং ওড়িশাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷ Photo -File
advertisement
9/9
আজ ছত্তিশগড়, ওড়িশা, তেলেঙ্গানা, মারাঠবাড়া, মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, অসম, লাক্ষাদ্বীপ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, কোঙ্কন, গোয়া, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ অংশে হালকা থেকে মধ্যম বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সেখানে ভারী বৃষ্টি হতে পারে৷ Photo -File