Weather Update: বেলা বাড়লেই কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, একাধিক রাজ্যে অ্যালার্ট জারি আইএমডি-র
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IMD ট্যুইট করে জানিয়েছে ২৪ তারিখ অবধি একাধিক রাজ্যে ভারী বৃষ্টির অ্যালার্ট জারি করেছে৷
advertisement
1/7

#নয়াদিল্লি: দেশের অধিকাংশ রাজ্যে প্রবল বৃষ্টি হচ্ছে৷ বিভিন্ন জায়গায় জল ভর্তি হয়ে মানুষের দৈনন্দিন জীবন জেরবার হয়ে গেছে৷ দিল্লির মৌসম ভবন ট্যুইট করে জানিয়েছে আগামী কয়েকদিনে প্রবল বৃষ্টি হবে নানা রাজ্যে৷ ২২ থেকে শুরু হওয়া বৃষ্টি চলবে ২৬ তারিখ অবধি৷
advertisement
2/7
আইএমডি ট্যুইট করে জানিয়েছে অরুণাচল প্রদেশে ২৩ ও ২৪ সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷ এছাড়াও অসম , মেঘালয়েতে ২৩সেপ্টেম্বর ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ওয়েদার আপডেটে৷ আইএমডি -র মত অনুযায়ী উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয়েতে ভারী বৃষ্টি হতে পারে৷
advertisement
3/7
এদিকে ওয়েদার আপডেটে যা পূর্বাভাস দেখা যাচ্ছে তাতে কলকাতায় আজও দিনের বিভিন্ন সময়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা উজ্জ্বল৷
advertisement
4/7
অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস অবধি৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ হতে পারে ৯০ শতাংশ অবধি৷
advertisement
5/7
দিনের বিভিন্ন সময়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির ওয়েদার আপডেট অনুযায়ী বলা হচ্ছে৷ ফলে সেই সময়গুলিতে তাপমাত্রার প্রবাহ থাকবে না৷ বাকি সময়ে আপেক্ষিক আর্দ্রতা ও তাপমাত্রা জনিত অস্বস্তি বজায় থাকবে৷ ফিল লাইক তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে৷ Photo Courtesy- Accuweather৷
advertisement
6/7
এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ওপর কোনও নিম্নচাপের ভ্রূকুটি নেই৷ তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে৷
advertisement
7/7
এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিমাণ জারি থাকবে৷